কলকাতা: কসবা-কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, 'দুর্গাপুজোর সময়ে তৈরি হয়েছিল তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ব্লু-প্রিন্ট। ব্লু-প্রিন্ট তৈরির জন্য বিহার থেকে লোক এনেছিল গুলজার। আগে বিহারের বেউর জেলে বন্দি ছিলেন ওই ব্যক্তি। বিহারের ওই ব্যক্তি, পাটনার এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। ওই বিহারের বাসিন্দাই গুলজারকে অস্ত্র জোগাড় ও লোক পাঠানোয় সাহায্য় করেছিল', জেরায় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা ধৃত গুলজারের। 


কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায়, বিহারের বৈশালী থেকে আনা হয়েছিল সুপারি কিলার। হাতে নাতে ধরা পড়ে যায় সে। পরে গ্রেফতার করা হয়, হামলায় জড়িত এক ট্যাক্সি চালককেও। বর্ধমানের গলসিতে অভিযুক্ত মাস্টারমাইন্ড আফরোজ খান ওরফে গুলজারকে ধরে পুলিশ। খাস কলকাতার বুকে তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা। বিহারের বৈশালী থেকে আনা হয়েছিল সুপারি কিলার। পরিকল্পনা মাফিক রেকি করে চালানো হয় হামলা। গুলি না চলার পর পালাতে গিয়ে, হাতে নাতে ধরা পড়ে যায় এক হামলাকারী। 


পরে গ্রেফতার করা হয়, হামলায় জড়িত এক ট্যাক্সি চালকেও। বাইকে চেপে হাওড়া হয়ে পালানোর সময়,বর্ধমানের গলসিতে অভিযুক্ত মাস্টারমাইন্ড ইকবাল ওরফে আফরোজ খানকে ধরে পুলিশ। কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের রাজডাঙা মেন রোড এলাকায় রাস্তার পাশেই বাড়ি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। ২৫০ মিটার দূরে অ্যাক্রোপলিস মল। দেড় কিলোমিটার দূরেই কসবা থানা। এক দশকেরও বেশি সময় ধরে সুশান্ত ঘোষ ছিলেন, এই ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।বর্তমানে তিনি পাশের ওয়ার্ড ১০৮-এর কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান।



তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন, '২ ছিল না, আরও কয়েকজন ছিল। যে আমার গিতিবিধি লক্ষ্য করছিল। যখন আমি একা ছিলাম, আমার সিকিউরিটি যখন এখান থেকে চলে গেল, তারপরই তারা, আর অন্যন্য দিন এখানে প্রায় পাঁচ-সাত জন ছেলে থাকে, কিন্তু গতকাল আমার সঙ্গে কেউ ছিল না। যার জন্য সেটা রেকি করেই এসেছিল এবং এখান থেকে খবর গেছিল বলেই তারা বাইক নিয়ে এসে এই ঘটনাটা ঘটিয়েছে।'


আরও পড়ুন, পুলিশের সমালোচনায় সৌগত রায়, পাল্টা মদন, 'তাঁর নিরাপত্তারক্ষীকে দিয়ে বাজার করানো হয়..' !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।