মেট্রো যাত্রীদের জন্য সুখবর। ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। কোভিড পূর্ববর্তী সময়ের মতোই সংখ্যায় ফিরল কলকাতা মেট্রো। উল্লেখ্য, রাজ্যে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো। তবে কোভিডের একের পর এক ঢেউয়ে নানা অদলবদল আসে, মেট্রো পরিষেবায়। কখনও সিট সংখ্যা নির্দিষ্ট করে, কখনও টোকেন উঠিয়ে এবং শেষ অবধি মেট্রো সংখ্যা কমিয়ে আনা হয়। অবস্থা হাতের বাইরে যেতেই একটা সময় বন্ধ করা হয় মেট্রো পরিষেবা। তারপর লকডাউন উঠে, আনলক পরিস্থিতি হতে ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। তাও মেট্রোর সংখ্যায় বরাবরাই একটা লাগাম থাকে। তবে এবার সেই কোভিডের বেড়ি খুলতে চলেছে। কোভিড পরিস্থিতিতে এতদিন মেট্রো পরিষেবার সংখ্যা ছিল ২৮২। তবে ১ জুলাই মেট্রো পরিষেবার সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৮৮।
আরও পড়ুন
প্রায় ২ কোটি টাকার চাকরির অফার পেলেন যাদবপুর পড়ুয়া
প্রসঙ্গত, কোভিড পূর্ববর্তী সময়ে মেট্রোয় ২৮৮ টি মেট্রো পরিষেবাই চালু ছিল। কিন্তু গোটা দেশ-সহ রাজ্য আচমকাই কোভিডে আক্রান্ত হওয়ায়, একাধিক বড় সিন্ধান্ত নিতে হয় কলকাতা মেট্রোকে। মূলত কোভিড ১৯ যেহেতু সংস্পর্শে ছড়ায়, তাই প্রথম দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে একটা ছেড়ে একটা সিটে যাত্রীকে বসানোর সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো। হাইজিন মেনে স্যানিটাইজ করা থেকে মাস্ক ব্যবহার বাধ্যমূলক করা হয় যাত্রীদের জন্য। কিন্তু ক্ষণিকেই সেই সুযোগ সুবিধাটুকুও হারায় যাত্রীরা। কারণ কোভিডের প্রথম ঢেউ ততক্ষণে নাস্তানুবাদ করেছে কলকাতাকে। পরিবহণ থেকে তীরের বেগে ছড়াচ্ছিল কোভিড সংক্রমণ। এরপর শিশুদের মেট্রো পরিবহণ নিষিদ্ধ করা হয়। প্রতিটি মেট্রোতে যাত্রী সংখ্যা নির্দিষ্ট করা হয়। বন্ধ করা হয় মেট্রোর কয়েন সিস্টেম। কিন্তু এত কিছুর পরেও কোভিডকে রোখা সম্ভব হয়নি। তার পরেই কোপ পড়ে মেট্রোর সংখ্যায়।বাধ্য হয়েই মেট্রোর সংখ্যা কমিয়ে আনে কলকাতা মেট্রো।
তবে এবার ফের আগের অবস্থায় ফিরছে কলকাতা মেট্রো। ১ জুলাই থেকে চালু হওয়া ২৮৮ টি মেট্রো পরিষেবার মধ্যে ১৭২টি চলবে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। বাকিগুলি দমদম পর্যন্ত যাবে। আগের মতোই সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর চলবে মেট্রো। স্বাভাবিকভাবেই মেট্রো সংখ্যা বাড়তেই ধীরে ধীরে শহরের সড়ক পথেও তাপ কমবে। কারণ কলকাতা মেট্রোর সংখ্যা বাড়তেই যাত্রীভার কমবে লোকাল ট্রেন ও বাস পরিষেবায়।