নয়াদিল্লি: দিল্লি পুরসভার ভোটের প্রচারেও দিলীপের (Dilip Ghosh) মুখে বাংলার হিংসা থেকে দুর্নীতি (Bengal Scam, Violence)। ‘মমতার ভাই কেজরি, ফ্রি করতে করতে সরকারের বেহাল অবস্থা। বকেয়া ডিএ থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ। তবে এবার পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কুণাল ঘোষ বলেন, 'এটা খুবই ভালো লক্ষণ। বিজেপির নেতারা দিল্লিতেও যখন যাচ্ছেন, সেখানে তৃণমূলকেই আক্রমণ করতে হচ্ছে।এরকমভাবে ধাপে ধাপে দেখা যাবে, বিভিন্ন রাজ্যে, আরও ক্রমশ ছড়িয়ে পড়বে যে, বিজেপি নেতারা যখন বক্তৃতা করতে যাবেন, তখন তৃণমূলকেই মূল শত্রু হিসেবে স্বীকৃতি দিয়ে আসবেন ! ' প্রসঙ্গত, দিল্লির পুরভোটের (Delhi Municipal Election Campaign) প্রচারে অনুব্রত থেকে অখিলকে আক্রমণে দিলীপ। ‘দিল্লিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে কেজরিওয়াল, বাংলায় মমতা। বিজেপিকে সাম্প্রদায়িক বলে তৃণমূল, ভোটব্যাঙ্কের জন্য রোহিঙ্গাদের আশ্রয়। বাংলায় বোমা-গুলির লড়াই, তৃণমূলের লোকেরাও খুন হচ্ছে। তৃণমূলের কর্মীরাও খুন হচ্ছেন, কেননা দলটাই সমাজবিরোধীদের ঘাঁটি। দিল্লি পুরসভার প্রচারে গিয়ে তৃণমূল সরকারের উদাহরণ টেনে আক্রমণ।
তবে সবসময় যে একতরফা মমতাকেই নিশানা করেন দিলীপ ঘোষ এমনটা নয়, উলটপূরানের ঘটনাও ঘটেছে। অভিষেকের (Abhishek Banerjee) পর এবার দলিল-বিতর্কে দিলীপ ঘোষকে নিশানা তৃণমূলনেত্রীর।'অর্পিতার ফ্ল্যাট থেকে দলিল মেলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রতিহিংসার বশে গ্রেফতার করলেও আইন অনুযায়ী গ্রেফতার করেছে। দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকেও তো বিজেপির নেতার দলিল পাওয়া গেছে। তাহলে তাঁকে কেন গ্রেফতার করা হবে না?' প্রশ্ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসসসি নিয়োগ দুর্নীতির মামলায়, মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের যে সিজার লিস্ট সিবিআই পেশ করেছে তাতে দেখা গেছে দিলীপ ঘোষের নামও। সিজার লিস্ট অনুযায়ী, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মিডলম্যানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের দলিল। সেই তথ্যকে হাতিয়ার করেই, এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন, 'একসঙ্গে অনেক খেয়ে ফেলেছে', কাদেরকে বললেন মীনাক্ষী ?
ঝাড়গ্রামে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ছোট ছোট ভুল হলেও সিবিআই-ইডি দিয়ে তদন্ত করাচ্ছে। কিন্তু নির্বাচনে খরচ করা হাজার হাজার কোটি টাকার উৎস কী? এত টাকার উৎসের খোঁজ করেছে সিবিআই-ইডি?' পাশাপাশি নাম করে দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না, সেই প্রশ্নও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।'অর্পিতার ফ্ল্যাট থেকে দলিল পাওয়া যাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী গ্রেফতার করেছে। দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকেও তো বিজেপির নেতার উদ্ধার হয়েছে। তাঁকে কেন গ্রেফতার নয়?'এই একই ইস্যুতে গতকাল দিলীপ ঘোষের গ্রেফতারির দাবিতে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না।'