কলকাতা: মর্মান্তিক ঘটনা মহালয়ার সকালে। বাবুঘাটে তর্পণ করতে এসে মৃত এক পুরোহিত। মৃত পুরোহিত শিবরাম ভট্টাচার্য সবংয়ের বাসিন্দা। গতকাল রাতে কলকাতায় আসেন ওই পুরোহিত। 

Continues below advertisement

আরও পড়ুন, 'শুধু পিতৃপুরুষ নয়, দলের শহিদদের উদ্দেশ্যেও এই তর্পণ..', মহালয়ায় বাগবাজার ঘাটে শমীক, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কী কথা বললেন ?

Continues below advertisement

বাবুঘাটে মৃত্যু পুরোহিতের !

আজ সকালে তর্পণ করানোর সময় সংজ্ঞাহীন অবস্থায় জলে পড়ে যান, খবর সূত্রের। SSKM হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা. হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, অনুমান পুলিশের। অপরদিকে, উলুবেড়িয়ার গঙ্গায় তলিয়ে গেল এক কিশোরী। পরিবারের সঙ্গে তর্পণ করতে এসে তলিয়ে গেল এক কিশোরী। খড়গপুর থেকে মা-বাবার সঙ্গে উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটে আসে ওই কিশোরী। গঙ্গায় নামার পর ৪ জন স্রোতের টানে তলিয়ে যায়, খবর সূত্রের। ৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ওই কিশোরীর খোঁজ মেলেনি। ডুবুরি নামিয়ে চলছে গঙ্গায় তল্লাশি।

অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের। গঙ্গার ঘাটে-ঘাটে সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ আম-বাঙালির। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ ভোর থেকেই। তবে শুধু কলকাতা নয়, রাজ্যেপ বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে একই ছবি। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বাড়তি ফোর্স। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের।

গতমাসেই হাওড়ার বেলুড়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল দুই স্কুল পড়ুয়ার

প্রসঙ্গত, গতমাসেই হাওড়ার বেলুড়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল দুই স্কুল পড়ুয়ার। লিলুয়া থেকে খেলা শেষে ফিরছিল ৩ বন্ধু। লিলুয়ার টিফিন বাজার এলাকায় পুকুরে হাত-পা ধুতে নেমেছিল এক কিশোর। সাঁতার না জানায় সে তলিয়ে যায়। সাঁতার না জানলেও বন্ধুকে বাঁচাতে আরেক কিশোর জলে ঝাঁপ দেয়। সেও তলিয়ে যাওয়ায় আরেক বন্ধুর চিৎকারে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। ১৩ বছরের দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল। মৃত কিশোরদের একজনের। বাড়ি বালিতে, আরেকজন বেলুড়ের বাসিন্দা। 

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)