কলকাতা: এবার পুজোয় ৪টে ছবি মুক্তি পাচ্ছে বটে, তবে প্রধান লড়াই যেন হয়ে দাঁড়িয়েছে দুটি ছবির। 'রঘু ডাকাত' (Raghu Dakat) আর 'রক্তবীজ ২' (Raktobeej 2)-এর। সোশ্যাল মিডিয়ায় নাম না করে অভিযোগ আর পাল্টা অভিযোগ চলছেই। টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, 'রঘু ডাকাত'- নাকি প্রভাব খাটিয়ে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে। তার সেই কারণেই নাকি কম শো পাচ্ছে 'রক্তবীজ ২'। দেবের বিরুদ্ধে 'মাফিয়া কার্ড' খেলার অভিযোগ উঠেছে। 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চের দিন, এই নিয়ে মুখ খুললেন দেব।
শনিবার ছিল 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চ। আর সেই অনুষ্ঠানেরই আংশিক সঞ্চালনার দায়িত্ব ছিল সৃজিত মুখোপাধ্যায়ের ওপর। সেই অনুষ্ঠান যখন প্রায় শেষের মুখে, মঞ্চ যখন দেব-কে নিয়ে উদযাপনে মগ্ন, তার মধ্যেই ফস করে একটি প্রশ্ন করে ফেলেন সৃজিত মুখোপাধ্যায়। তিনি অবশ্য প্রশ্নটা করেই বলেন, এই প্রশ্ন তাঁর নিজের নয়। তাঁকে টক ব্যাকে বলা হয়েছে এই প্রশ্ন করতে। প্রশ্নটা ছিল, দেব আজকাল কোন কার্ড সবচেয়ে বেশি ব্যবহার করছেন? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নাকি 'মাফিয়া কার্ড'। উল্লেখ্য, নাম না করে উইন্ডোজ প্রযোজনা সংস্থা থেকে অভিযোগ করা হয়েছিল, দেব নাকি মাফিয়া কার্ড খেলে বেশি প্রেক্ষাগৃহ পেয়েছেন।
এই প্রশ্ন শুনে কিছুটা থমকালেন দেব। তারপরে মাইক হাতে নিয়ে বললেন, 'যার নাম মানুষের মনে থাকে, যার নাম মানুষের প্রার্থনায় থাকে, যাকে মানুষ আশীর্বাদ করে, যার স্বপ্নকে সত্যি করার জন্য হাজার হাজার মানুষ প্রার্থনা করে, তাকে কোনও ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাফিয়া কার্ড...', এটুকু বলে, মাথা নাড়লেন দেব। তারপরে ফের বললেন, 'কোনও কার্ডই লাগে না। এরপরে হাততালি দিয়ে ওঠেন সবাই। এরপরে দেব বলেন, 'এটা থাকলে, আর বেশি কিছুই লাগে না।' এরপরে দেব বলেন, 'একটা কথা বলুন তো সত্যি করে... আমি একটা ছবিকে নিয়ে কুকুরের মতো খাটি। কখনও সিক্স প্যাক বানাচ্ছি, কখনও ১০ মাস ধরে দাড়ি কাটিনি....' এইটুকু বলে থেমে যান দেব। হঠাৎ তাঁর গলা যেন বুজে আসে আবেগে। কয়েক মুহুর্ত থেমে, একটু জল খান। দর্শকাসন থেকে তখন হাততালির বন্যা। প্রত্যেকেই যেন দূর থেকে সমর্থন জানাচ্ছেন দেবকে।
একটু বিরতি নিয়ে দেব আবার বলতে শুরু করেন। তখন তাঁর গলা কাঁপছে, চোখ ও ছলছল করছে কী? দেব কাঁপা গলায় ফের বলতে শুরু করলেন, '১০ মাস ধরে দাড়ি কাটিনি। বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাব বলে। কথা দিয়ে গেলাম.. নিয়ে যাবই..'।