কলকাতা: বাংলা ভাষাকে অসম্মানের প্রতিবাদ। ১৬ জুলাই প্রতিবাদ মিছিল তৃণমূলের, থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজস্কোয়ার থেকে পদযাত্রা তৃণমূল কংগ্রেসের। ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই পুশব্যাক, হেনস্থার অভিযোগ। প্রতিবাদে ১৬ জুলাই পথে নামছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন, অসমে জনজাতি সমীক্ষায় 'বাংলায় কথা বললেই বিদেশি?' BJP-কে পাল্টা প্রশ্ন তৃণমূলের

সম্প্রতি বিজেপি শাসিত ওড়িশা সরকার পশ্চিমবঙ্গের একাধিক জেলায়,   বহু পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে। তবে শুধু ওড়িশা নয়, বিজেপি শাসিত একাধিক রাজ্যেই এই উদাহরণ প্রকাশ্যে এসেছে। দিনহাটার বাসিন্দাকে অসম সরকারের নোটিস,এনিয়ে ক্ষোভপ্রকাশ করে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে NRC-র নোটিস দিয়েছে অসমের ফরেনার্স ট্রাইবুনাল । এদিকে গত ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলার বাসিন্দা এই উত্তমকুমার ব্রজবাসী। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁকে অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ করেছেন তিনি।

যা মূলত, 'গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ', বলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। অসমের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে NRC চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ।  প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানোর চেষ্টা চলছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার পূর্ব পরিকল্পিত চক্রান্ত । এই অসাংবিধানিক আগ্রাসন বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে। বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ হওয়া জরুরি।বিজেপির দমনপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি। 

অসমে জনজাতি সমীক্ষায় বাংলা মাতৃভাষা লিখলেই বিদেশি? 'সমীক্ষার নথিতে মাতৃভাষা বাংলা থেকেই বোঝা যাবে বিদেশির সংখ্যা', ধুবড়িতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য ঘিরে তোলপাড়। বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে পশ্চিমবঙ্গের শাসকদলের প্রশ্ন, 'বাংলা বিদ্বেষী বিজেপি, তাই বোঝা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর কথায়। বাংলায় কথা বললেই বিদেশি? এদিন বিজেপিকে পাল্টা প্রশ্ন ছুঁড়েছে তৃণমূল।

এদিন কুণাল ঘোষ বলেন, 'বাংলা ভাষার বিরুদ্ধে বিজেপির যে তীব্র ঘৃণা এবং বিদ্বেষমূলক রাজনীতি শুরু হয়েছে, তা আবার প্রতিফলিত হল, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কথায়।হিমন্ত বলছেন,সমীক্ষার সময় যদি কেউ, মাতৃভাষা বাংলা বলে, তাহলে আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে। এর মানে কী ? বাংলায় যারা কথা বলে তাঁরা বিদেশি ? কে বলছে ? বিজেপি বলছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলছেন। যদি উনি বাংলাদেশকে ইঙ্গিত করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলে থাকেন, তাহলে তো প্রথম, অমিত শাহ-র বিএসএফ এর ব্যর্থতার কথা ওনার বলা উচিত।'