কলকাতা: নেশামুক্ত ভারত গড়তে মহালয়ার সকালে প্রধানমন্ত্রীর নামে ম্যারাথন। যার নাম দেওয়া হয়েছে ‘নমো যুব রান‘। দেশের একশোটি জায়গায় এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা ও শিলিগুড়ি।
আরও পড়ুন, আজ মহালয়া, বেজে উঠল আলোর বেণু, ভোরবেলা থেকেই গঙ্গা-সহ রাজ্যের বিভিন্ন ঘাটগুলিতে ভিড়
মোদির জন্মদিন উপলক্ষ্যে সেবা পক্ষ পালন করে বিজেপি
নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ পালন করে বিজেপি। তার একটি অংশ হিসেবে এই ‘অরাজনৈতিক’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে শুরু হয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত যাবেন ম্যারাথনে অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রীর নামে এই ম্যারাথনে যোগ দিয়েছেন বিজেপির একাধিক বিধায়ক ও নেতারা।
৭৫ বছরে পা
প্রসঙ্গত, গত বুধবার, ৭৫ বছরে পা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিনে প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছিল 'অপারেশন সিঁদুরে'র প্রসঙ্গ। তিনি বলেছিলেন, ভারতীয় সেনা পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে রাজভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বুধবার মধ্যপ্রদেশে জনসভা করেন তিনি। সেখানেই 'অপারেশন সিঁদুর' থেকে পাক সেনাপ্রধানের পরমাণু হামলার হুঁশিয়ারি নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, 'আমাদের বীর সেনারা চোখের নিমেষে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। কালকেই আমাদের দেশ আর গোটা পৃথিবী দেখেছে, একজন পাক জঙ্গি কাঁদতে কাঁদতে নিজের অবস্থার কথা বলেছে। এটা নতুন ভারত, কারও পরমাণু হুঁশিয়ারিতে ভয় পায় না। এটা নতুন ভারত, ঘরে ঢুকে মারে।'প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে রাজভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মহালয়ার সকালে বাংলায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
অপরদিকে, মহালয়ার সকালে বাংলায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। X হ্যান্ডলে তিনি লেখেন, আপনাদের সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। আসন্ন দুর্গাপুজোর পবিত্র দিনগুলি আমাদের সবার জীবনে আলোকময় ও উদ্দেশ্যপূর্ণ হোক। মা দুর্গার আশীর্বাদ সবার জীবনে নিয়ে আসুক দৃঢ় শক্তি, অশেষ আনন্দ ও সুস্বাস্থ্য।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)