রঞ্জিত সাউ, কলকাতা: চলন্ত বাসে এক কলেজ পড়ুয়া তরুণীর শ্লীলতাহানির অভিযোগ (Molestation Case)। গ্রেফতার অভিযুক্ত যুবক। গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ। ধৃত যুবককে আজ বারাসাত আদালতে তোলার কথা রয়েছে।
সূত্রের খবর, ৪ ডিসেম্বর হাতিয়াড়া ৩০ সি রুটের বাসে চেপে কলেজ যাওয়ার সময়, তাঁর পাশের সিটে বসে এক যুবক। এরপর একাধিকবার তাঁকে শ্লীলতাহানি করে এমনই অভিযোগ। ইকোপার্ক থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন ওই তরুণী। বাসের মধ্যে যে সময় শ্লীলতাহানি করা হয় সেই সময় তাঁর ফোনে ভিডিও করে রাখেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ইকোপার্ক থানার পুলিশ। সোমবার রাতে হাতিয়ারা থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে। ধৃত ওই যুবককে আজ বারাসাত আদালতে তোলা হবে।
সম্প্রতি ফরাক্কায় এক মহিলার 'শ্লীলতাহানি'-র অভিযোগ উঠেছিল। কান টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছিল। মহিলার গায়ে থুতু ফেলার প্রতিবাদ করায় শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। মূলত, অতীতে একাধিক ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দ্রুত মৃতদেহ দাহ করার ইস্যু উঠেছে। একাধিক মামলা রাজ্য পুলিশের হাত থেকে স্থানান্তরিত হয়ে, কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে। এবং সেই সকলক্ষেত্রে মৃতদেহ দাহ করলে, আর পুনরায় ময়না তদন্তের সুযোগ থাকছে না। যদিও এর মধ্যে কিছু ব্যতিকর্মী ঘটনাও রয়েছে। যেখানে কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে সদ্য ঘটে যাওয়া আরজি কর কাণ্ডে এখনও প্রতিবাদের ঝড় দিকে দিকে।
এবার যেনও অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে! নাবালিকা থেকে তরুণী, কিশোরী থেকে গৃহবধূ, লালসার হাত থেকে কারোরই যেন রেহাই নেই! হাসপাতাল, পরিত্যক্ত জমি, ধানখেত, নদীর চর, পুজো মণ্ডপ, নানা প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নারীর নিথর দেহ। সবচেয়ে উদ্বেগের হল দীর্ঘ হয়েই চলেছে এই তালিকা। কিছু দিন আগে সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল আলিপুরদুয়ারের জয়গাঁওতে। সরল শিশুকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে তার সঙ্গে নারকীয় নির্যাতনের অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গের প্রান্তিক এই এলাকায়।
আরও পড়ুন, বিনয় মিশ্র এখনও পলাতক ! কয়লা পাচার মামলায় বাকি ৪৮ জনকে নিয়ে ফাইনাল চার্জ গঠন
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।