রুমা পাল,কলকাতা: অনলাইন ক্যাব (Online Cab) অপারেটরস গিল্ড এবং অনলাইন ক্যাব সংস্থাগুলির জন্য নতুন গাইডলাইন আনতে চলছে রাজ্য সরকার (WB Govt)। যাত্রী পরিষেবায় যেন কোনও বিঘ্ন না হয়, সেই জন্য সবাইকে গাইডলাইন মেনে চলতে হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী (Transport Minister)।
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড এবং অনলাইন ক্যাব সংস্থা ওলা-উবরের আধিকারিকদের ত্রিপাক্ষিক বৈঠক হল ময়দানে পরিবহণ দফতরের অফিসে। দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধি, অনলাইন ক্যাব সংস্থার বিরুদ্ধে চালকদের ঠিকমতো কমিশন না দেওয়া থেকে আইডি ব্লক করে দেওয়ার অভিযোগ তুলছে অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড। এ-নিয়ে আলোচনার পর, পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সাত দিনের মধ্যে নতুন গাইডলাইন প্রকাশ করবে পরিবহণ দফতর। যাত্রী পরিষেবায় যেন কোনও বিঘ্ন না হয়, সেই জন্য সবাইকে গাইডলাইন মেনে চলতে হবে। এর পাশাপাশি, উবরের অফিস থাকলেও কলকাতায় ওলার কোনও অফিস নেই। তাই সংস্থাকে অফিস তৈরি করতে বলা হয়েছে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অ্যাপ নির্ভর বাইকের প্রাইভেট নম্বর কমার্শিয়াল করার জন্য ক্যাম্প করা হবে। এর পাশাপাশি, এতদিন তিনটি জেলায় যেতে পারত অ্যাপ নির্ভর ক্যাবগুলো। এখন থেকে তারা ৫ জেলায় যেতে পারবে।
আরও পড়ুন, বেসরকারি হাসপাতালের বিলে নেই তো কারচুপি ? স্বাস্থ্য়সাথীতে এবার কড়া পদক্ষেপ
প্রসঙ্গত, আগে অ্যাপ নির্ভর ক্যাবের ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ সহ একগুচ্ছ বিধির কথা জানিয়েছিল পরিবহণ দফতর। তা এখনও কার্যকর হয়নি। ফলে অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা ক্রমেই বাড়ছে। সূত্রের খবর, যাত্রীদের স্বার্থ বিরোধী কাজ ও নিয়মনীতির তোয়াক্কা না করার অভিযোগে দু’টি অ্যাপ নিরভর ক্যাব সংস্থাকে নোটিস গতবছর পাঠায় সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি বা সিসিপিএ। এখনও অ্যাপ ক্যাবকে নিয়ন্ত্রণ করা যায়নি, প্রশ্ন হল অ্যাপ বাইককে কবে নিয়ন্ত্রণ করা যাবে? পরিবহণ দফতর সূত্রে খবর, শহর ও শহরতলিতে প্রায় ১০ হাজার অ্যাপ নির্ভর বাইক চলে। তবে এই সব বাইক ট্যাক্সিকে নিয়ন্ত্রণে এখনও সেরকমভাবে সরকারি বিধিনিষেধ নেই। তাই পরিবহণ দফতর চাইছে এই সব বাইককেও বিধিনিষেধের আওতায় নিয়ে আসতে। যদিও পুলিশ কেস বা যাত্রীর অভিযোগ, যাই হোক না কেন, একতরফাভাবে শাস্তির মুখে পড়তে হচ্ছে অ্যাপ নির্ভর ক্যাব চালকদের। তাঁদের কথা বলার মতো কোনও জায়গা নেই। অভিযোগ ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের।