নয়াদিল্লি: 'আর আর আর' (RRR) ছবির পর সাফল্যের শীর্ষে অভিনেতা রাম চরণ (Ram Charan)। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও অজস্র স্বীকৃতি ও সম্মান পেয়েছে এই ছবি। এই ছবির 'নাটু নাটু' (Naatu Naatu) গানটি এবারের অস্কারের (Oscars 2023) দৌড়ে মনোনয়ন পেয়েছে। মার্চে অস্কার অনুষ্ঠিত হবে, তার আগে হায়দরাবাদ বিমানবন্দরে (Hyderabad Airport) আজ দেখা গেল রাম চরণকে। সূত্রের খবর তিনি মার্কিন (USA) মুলুকের উদ্দেশেই পাড়ি দিয়েছেন, তাও আবার খালি পায়ে। ভাইরাল সেই ছবি।


খালি পায়ে বিমানবন্দরে ক্যামেরাবন্দি রামচরণ


একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে পুরো কালো পাজামা পাঞ্জাবী ও কালো মাস্কে নিজেকে ঢেকেছেন রাম চরণ। রামচরণকে বিমানবন্দরে দেখা গেল এমন পোশাকে, অন্যদিকে, তাঁর পা খালি। নেই কোনও জুতো। আসলে প্রত্যেক বছরের মতো এবারও অভিনেতা পালন করছেন 'আয়াপ্পা দীক্ষা' (Ayyappa Deeksha)। ৪১ দিনব্যাপী একটি ধর্মীয় রীতি এটি, যা পরিহার এবং কঠোরতার তাৎপর্য তুলে ধরে।


উল্লেখযোগ্য, 'আয়াপ্পা দীক্ষা' এমন একটি রীতি যা বছরের নির্দিষ্ট সময়ে কেরলে সবরীমালা মন্দিরে পুজো দেওয়ার আগে ৪১ দিন ধরে পালিত হয়। স্বামী আয়াপ্পার ভক্তরা এই নিয়ম পালন করে থাকেন সাধারণত। এই ৪১ দিন ভক্তদের তুলসী বা রুদ্রাক্ষের মালা পরতে হয়, সাধারণত পরনে কালো, গাঢ় নীল বা গেরুয়া বসন থাকে এবং খালি পায়ে চলাফেরা করতে হয়। এই সময়কালে চুল দাড়িও কাটা বারণ থাকে। 


প্রত্যেক বছর এই নিয়ম পালন করেন 'মেগা পাওয়ারস্টার' রাম চরণ। ২০২২ সালেও খালি পায়ে, কালো পোশাকে দেখা গিয়েছিল রাম চরণকে যখন তিনি 'আর আর আর' ছবির প্রচার করছিলেন। 


 






অন্যদিকে, 'আর আর আর' ছবির 'নাটু নাটু' গান আপাতত গোটা বিশ্বকে নাচাচ্ছে। এই গানের হাত ধরেই ভারতে প্রথম 'গোল্ডেন গ্লোব' পুরস্কার আসে। এবার অস্কারেও মনোনয়ন পেয়েছে এই গান। 


আরও পড়ুন: 'Pathaan' Box Office Collection: রমরমিয়ে চলছে 'পাঠান'! বিশ্ববাজারে ১০০০ কোটির ব্যবসা করল শাহরুখের ছবি


সম্প্রতি রাম চরণ জানান, এই গানের শ্যুটিংয়ের আগে 'সেকেন্ড ডিগ্রি লিগামেন্ট টিয়ার' হয়েছিল তাঁর। ইউক্রেনে শ্যুটিং হয়েছিল এই গানের। এই গানের শ্যুটিংয়ের আগে তিন মাস চিকিৎসা চলেছে তাঁর, ফিরে এসেই শ্যুট করেন। 'প্রচণ্ড ভয় পেয়েছিলাম', বলেন রাম চরণ। উল্লেখ্য, কিছুদিন আগেই সুখবর দেন রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা। পরিবারের নতুন অতিথির আগমনের খবর দেন তাঁরা।