কলকাতা: নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুন, জাল গোটাচ্ছে পুলিশ। অপহরণ করে স্বর্ণকারকে নিউটাউনে খুনে এবার চতুর্থ গ্রেফতার। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকারকে গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফৎ খবর,'খুনের সময় ঘটনাস্থলেই ছিল বিবেকানন্দ, মারধরেও যুক্ত', পুন্ডিবাড়ি থেকে আরেকজনকে গ্রেফতারের পরে দাবি পুলিশের। স্বর্ণ ব্যবসায়ী অপহরণ-খুনে ৫ থেকে ৬জন জড়িত, সন্দেহ পুলিশের।

Continues below advertisement

আরও পড়ুন, আফগানিস্তানের নাগরিকের কাছে ভারতীয় পাসপোর্ট ! কলকাতা বিমানবন্দরে গ্রেফতার আফগান নাগরিক

Continues below advertisement

কী হয়েছিল ২৮ অক্টোবর? এবিপি আনন্দের হাতে এক্সক্লুসিভ ফুটেজ। 'নীল বাতি লাগানো কালো-সাদা গাড়িতে তুলে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ' সঙ্গে বাড়ির মালিককেও 'অপহরণ', প্রকাশ্যে এসেছে সেই ফুটেজ। দত্তাবাদ রোডে পাশের দোকান থেকে মিলেছে একাধিক ফুটেজ। সিসি ফুটেজে নীল বাতি লাগানো ২টি কালো-সাদা গাড়ি। '২টি গাড়িতে করেই স্বপন কামিল্যা, গোবিন্দ বাগকে অপহরণ', ফুটেজে জোড়া গাড়ি চিহ্নিত করে এমনই দাবি স্থানীয়দের। 

প্রসঙ্গত, দত্তাবাদের স্বর্ণ ব্য়বসায়ী খুনে ইতিমধ্যেই গ্রেফতার  করা হয়েছে কোচবিহার ২ ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকারকে। পুলিশ সূত্রে খবর, স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে ধৃত ২ জনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। ব্যবসায়ী খুনে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কলকাতায় রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালি এবং BDO-র ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপাকে।

পুলিশ সূত্রে দাবি, তদন্তে তাদের হাতে আসে রাজু ঢালির মোবাইল ফোনে থাকা একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, বাঁশ, লাঠি ও বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে। এবং সেখানে দাঁড়িয়ে রয়েছেন কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকার।এরপরই বুধবার সন্ধ্যায় শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। পুলিশের দাবি, স্বর্ণ ব্যবসায়ী খুনে সরাসরি যোগ রয়েছে তৃণমূলের ব্লক সভাপতির। 

সম্প্রতি বিধাননগরের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় নীলবাতির ফরচুনা গাড়ি বাজেয়াপ্ত করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। সূত্রের খবর, এই গাড়িতে করেই খুন করে দেহ পাচারের চেষ্টা, এমনকী স্বর্ণ ব্য়বসায়ী স্বপন কামিল্য়াকে অপহরণও করা হয়েছিল। খুনের ঘটনায় ইতিমধ্য়েই রাজগঞ্জের BDO-র কলকাতার গাড়ির চালক রাজু ঢালি, BDO-র ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা ও কোচবিহার ২ ব্লকের তৃণমূলের সভাপতি সজল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করেই মিলেছে এই গাড়ির সন্ধান।