কলকাতা: মঙ্গলবার কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম বদলে গেল কি ? কারণ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। গত সপ্তাহেই দেশের একাধিক রাজ্যে প্রভাব পড়ে জ্বালানির দামে (Petrol Diesel Price)। আন্তর্জাতিক বাজারে কমছে পেট্রোল-ডিজেলের দাম।  তবে জ্বালানির আগের দামই বজায় রয়েছে কলকাতায়।  কলকাতা-সহ দেশের ১০ শহরে পেট্রোল-ডিজেলের কী দাম, চলুন জেনে নেওয়া যাক। 


 আজ কলকাতা-দিল্লি- মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোল-ডিজেলের দাম কী ?


 কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। 


 দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।


মুম্বইতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৭ টাকা।


 চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।


সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।  তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানির দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে। অপরদিকে, গ্যাসের দামেও গত কয়েকদিনে আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পেট্রোল-ডিজেলের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের উপর প্রভাব ফেলেছে। যাওবা কেনা সম্ভব হচ্ছে, তাও আবার হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই।  


আরও পড়ুন, মোদি ‘ভাল’, শাহ ‘খারাপ’, এমন স্ট্র্যাটেজিতেই এগোচ্ছেন মমতা ?


উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রোল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন। 


দেশের একাধিক জায়গা এখনও অর্থকষ্টে ভুগছে, তাই পেট্রোল-ডিজেলের দামটা প্রত্যক্ষ, কোথাও পরোক্ষভাবে প্রভাব ফেলে। তার জন্য গাড়ি থাকতে হয় কি ! আজ্ঞে না। কারণ এখনও গরীব চাষীরা অকাল বৃষ্টিতে একেই অনেক রাজ্যে অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। তার উপর যদি পেট্রোল-ডিজেলের ধরা ছোয়ার বাইরে যায়, তাহলে তো আর কাঁচামাল টুকু বাজারে পৌঁছে লাভের অঙ্কও সেইভাবে আসে না। সে যতোই বেশি দামে বিক্রি হোক। তবে এই বেশি দামে বিক্রির জেরে অনেকেই পুজোর মাঝে রাস্তার ব্যানারে ভালমন্দ খাবারের অ্যাড দেখেই দিন গুজরান করেন। কারণ কোভিড যে অনেকে চিরতরে নেওয়ার পাশাপাশি অনেককে রোজগার শূন্য করেছে। এহেন সময়ে জ্বালানির দাম কমার অপেক্ষায় শহরবাসী।