কলকাতা: আজ মহাঅষ্টমী, মাসের শুরুতেই পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) কী দাম কলকাতায় ? এদিকে ভরা পুজোয় সেজে উঠেছে সারা শহর কলকাতা। গলিতে গলিতে গাড়িগুলির চাকা গড়ানোর অপেক্ষায়। গাড়িতে করে পুজো দেখার হিড়িক। তাই এখন রোজই বাঙালি জ্বালানির দামে দিকে নজর রাখছে শহরে- শহর। তবে আজও মিলল স্বস্তি, অপরিবর্তিত রয়েছে পেট্রোল-ডিজেলের দর। জেনে নিন কলকাতা-সহ দেশের ১০ শহরে পেট্রোল-ডিজেলের কী দাম ?


মহাঅষ্টমীতে কলকাতা-দিল্লি- মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোল-ডিজেলের দাম কী ?


 কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। 


 দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।


 মুম্বইতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৭ টাকা।


 চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।


আজ দেশের বাকি ৬ শহরে জ্বালানির দাম কী ?  


 নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৬ টাকা। 


বেঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।


 চণ্ডীগড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.২০  টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৪. ২৬টাকা।


লখনউতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৫৭  টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৭৬টাকা।


 জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৪৮  টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।


 পাটনায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৭.২৪  টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.০৪ টাকা।


আরও পড়ুন, একই পরিবারে একসঙ্গে পূজিতা দুই প্রতিমা, হাওড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোর গল্প চমকপ্রদ


দেশের একাধিক জায়গা এখনও অর্থকষ্টে ভুগছে, তাই পেট্রোল-ডিজেলের দামটা প্রত্যক্ষ, কোথাও পরোক্ষভাবে প্রভাব ফেলে। তার জন্য গাড়ি থাকতে হয় কি ! আজ্ঞে না। কারণ এখনও গরীব চাষীরা অকাল বৃষ্টিতে একেই অনেক রাজ্যে অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। তার উপর যদি পেট্রোল-ডিজেলের ধরা ছোয়ার বাইরে যায়, তাহলে তো আর কাঁচামাল টুকু বাজারে পৌঁছে লাভের অঙ্কও সেইভাবে আসে না। সে যতোই বেশি দামে বিক্রি হোক। তবে এই বেশি দামে বিক্রির জেরে অনেকেই পুজোর মাঝে রাস্তার ব্যানারে ভালমন্দ খাবারের অ্যাড দেখেই দিন গুজরান করেন। কারণ কোভিড যে অনেকে চিরতরে নেওয়ার পাশাপাশি অনেককে রোজগার শূন্য করেছে। তাই উমা আসছে তো বটেই, তবে এহেন সময়ে জ্বালানির দাম কমার অপেক্ষায় শহরবাসী।