কলকাতাঃ ছুটির দিনে সাতসকালে বৃষ্টির মাঝেই পেট্রোল পাম্পে ভিড়। জ্বালানীর দাম কমল নাকি রবিবার ? আজ্ঞে না, সে গুড়ে বালি। তবে না কমলেও, বাড়েওনি। এদিনও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। যদিও বৃষ্টি হলেও ছুটি দিনে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে কলকাতাবাসী। গন্তব্যে যাওয়ার আগে জ্বালানী ভরে নিচ্ছে।জানুন আপনিও এদিন কলকাতার পাশাপাশি এদিন সারাদেশে পেট্রোল ও ডিজেল কী দামে বিক্রি হচ্ছে।


 আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?


এদিন সরকারি তেল সংস্থা জানিয়েছে যে, কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। এদিন দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৩১ টাকা এবং ৯৪.২৭ টাকা। পাশাপাশি এদিন চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৭৬ টাকা। 


প্রসঙ্গত, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলের উপর আফগারি শুল্ক প্রতি লিটারে ৮ টাকা কমানোর ঘোষা করে। তারপর থেকে একমাসেরও উর্ধ্বে পেট্রোল ও ডিজেলের দাম অব্যহত। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই, রাজ্যে কমে আসে জ্বালানীর দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। গতবছর পুজোর পর থেকে এতটাই জ্বালানীর দাম চড়েছে, তাই দাম নতুন করে না বাড়লেও, এখনও চাপের মুখেই রয়েছে মধ্যবিত্তরা।


আরও পড়ুন,'দুয়ারে গর্ত', পার্থ-অর্পিতার ছবি আপলোড করে কটাক্ষ রুদ্রনীলের


 তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানীর দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে। অপরদিকে,  গ্যাসের দামেও গত কয়েকদিনে আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই পেট্রোল-ডিজেলের জন্য বাজারের মূল্যের উপর প্রভাব ফেলেছে। আবার হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই। তাই নতুন করে দাম কমার অপেক্ষায় শহরবাসী তথা সারা দেশ।