কলকাতা: ফের সরকারি হাসপাতালে শিশু চুরির অভিযোগ। ফুলবাগানে বিসি রায় হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ। ৬ মাসের শিশুসন্তানকে নিয়ে হাসপাতালে আসেন ভাঙড়ের মহিলা। হাসপাতালে আসার সময় বাসে এক মহিলার সঙ্গে আলাপ। ভাঙড়ের বাসিন্দা বলে পরিচয় দেন মহিলা, দাবি শিশুর মায়ের। শিশুর মায়ের সঙ্গে হাসপাতালে এসে সাহায্য মহিলার। শিশুকে রেখে ওষুধ আনতে গেলে সেই ফাঁকে চুরি, অভিযোগ মায়ের। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। 

Continues below advertisement

আরও পড়ুন, বিহারে NDA ঝড়, নীতীশের প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা ! কটাক্ষ শুভেন্দুর

Continues below advertisement

 কোলে নেওয়ার অছিলায় সদ্য়োজাতকে নিয়ে চম্পট

শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে সদ্য়োজাত শিশুকে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল।  সিসিটিভি ফুটেজ দেখে আধঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে। উদ্ধার হয়েছে শিশুটি। হাসপাতাল চত্বরেই ওঁৎ পেতে শিশুচোর। কোলে নেওয়ার অছিলায় সদ্য়োজাতকে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ। শেষমেশ অবশ্য় ধরা পড়েছিল অভিযুক্ত! সন্তানকে কোলে নিয়ে যেন প্রাণ ফিরে পেয়েছিলেন মা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছিল হুগলির শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে! ঘড়ির কাঁটায় সকাল ৯ টা!হাসপাতাল থেকে ছুটি হয় প্রসূতির। সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরবেন তিনি! চোখে-মুখে আনন্দ। কিন্তু, সেই আনন্দ মুহূর্তে বিলীন হয়ে গিয়েছিল.....।অভিযোগ, বাচ্চাকে কোলে নেওয়ার আবদার জানিয়ে সদ্যোজাতকে নিয়ে চম্পট দিয়েছিল এক মহিলা। 

'ছুটির পর নীচে আমি নিয়ে এসে বসিয়েছিলাম..' সদ্য়োজাতর আত্মীয়  বলেছিলেন, আজকে ছুটি ছিল। ছুটির পর নীচে আমি নিয়ে এসে বসিয়েছিলাম। গাড়ি করতে গিয়েছি। আরেকটা মুসলিম বউ এসে বসেছিল। বলেছিল আমাকে একটু বাচ্চাটা দেবে। আমার বউটা বুঝতে পারেনি। বাচ্চাটাকে ওর কোলে দিয়ে দিয়েছে।  ওকে নিয়ে পালিয়ে গেছে। মুহূর্তে খবর গিয়েছিল শ্রীরামপুর থানায়!তড়িঘড়ি হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে একজনকে সন্দেহ করে পুলিশ।এরপরই সতর্ক করা হয় বিভিন্ন থানাকে.....!

 অবশেষে পুলিশি তৎপরতায় সদ্যোজাত উদ্ধার

পুলিশের তৎপরতায় মাত্র আধঘণ্টার মধ্যে শ্রীরামপুরের নওগাঁ মোড়ের টোটো থেকে এক মহিলাকে আটক করে ট্রাফিক পুলিশ!চন্দননগর পুলিশ কমিশনারেট ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, আমাদের যে গ্রুপ আছে, ট্রাফিক পুলিশ বা থানার যে গাড়ি সবাইকে সতর্ক করা হয়।ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিন শট তুলে।  ৩ মিনিটের মধ্য়ে নাকা চেকিং শুরু করে। টোটোতে একইরকম দেখতে এক মহিলাকে ধরে ফেলে। তাঁর কাছে একটা সদ্য়োজাত বেবি ছিল। কিছুক্ষণ পর দেখা যায় হ্য়াঁ ওটাই। সদ্যোজাতকে উদ্ধার করে তুলে দেওয়া হয়েছিল মায়ের হাতে।