কলকাতা: এবার কলকাতায় প্রোমোটারের দাদাগিরি! রিজেন্ট পার্কে কয়েকজন কিশোরকে বাঁশপেটা, গ্রেফতার প্রোমোটার। প্রোমোটারের বিরুদ্ধে বেশ কয়েকজন কিশোরকে মারধরের অভিযোগ। মাঠে খেলতে গিয়ে প্রোমোটারের ফ্ল্যাটে বল চলে যায়, খবর সূত্রের। বল আনতে গেলে ওই প্রোমোটার কিশোরদের মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম দুই কিশোর। রিজেন্ট পার্ক থানায় প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের।

আরও পড়ুন, দিলীপ ঘোষকে 'বিয়ের শুভেচ্ছা' TMC নেতার ! 'আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে..'

প্রকৃতই ঠিক কী হয়েছিল, কেন এভাবে মারা হল কিশোরদের ?

বারবার বিদ্ধ হচ্ছে শৈশব, কৈশোর। কখনও বোমাকে বল ভেবে খেলতে গিয়ে, আহত হতে হচ্ছে। আবার কখনও বেধড়ক মারে জখম কিশোরের দল। লাগাতার প্রোমাটারদের দাদাগিরির খবরগুলির মাঝে এবার বোধহয় সবমাত্রা পেরিয়ে গেল বলে দাবি সাধারণের। শুধুমাত্র খেলার বল প্রোমাটারের ফ্ল্যাটে ঢুকে পড়ায় বড় মাশুল গুনতে হল কচিকাঁচাদের। কিন্তু প্রকৃতই ঠিক কী হয়েছিল, কেন এভাবে মারা হল কিশোরদেরকে প্রশ্ন নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা।   

বারবার বিদ্ধ হচ্ছে শৈশব, কৈশোর

সম্প্রতি লালগোলা থানার নসীপুর দিয়ার এলাকায়  পরিতক্ত বাড়িতে রাখা ছিল বোমা। সেখানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল ওই দুই ছাত্র- ছাত্রী। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লালগোলা থানার পুলিশকে। পুলিশ ওই ছাত্রছাত্রীকে উদ্ধার করেছিল। চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল  জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। যদিও জরুরী বিভাগের কর্তব্যরত  চিকিৎসক  মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছিল। ওই স্থানে কী কারণে রাখা ছিল বোমা ? তদন্তে নেমেছিল লালগোলা থানা পুলিশ।

ভয়াবহ স্মৃতি

গত বছর পূর্ব মেদিনীপুরে   খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কেড়ে নিয়েছিল বারোটা প্রাণ। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী।  প্রতিবারের মতো সেবারও প্রশাসনের তরফে নানা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়েছে কিনা, তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল কোলাঘাটের বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ফিরল এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণে ঝলসে ১১ জনের মৃত্য়ুর ভয়াবহ স্মৃতি।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)