কলকাতা: আর জি করে মর্গে দেহ নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লেন এক মর্গের কর্মী। ট্রমা কেয়ার থেকে মর্গে দেহ নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। অসুস্থ ওই ব্যক্তিকে বর্তমানে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। দেহগুলির মধ্যে একটি দেহ ছিল খড়দায় নিহত অমর চৌধুরীর দেহ।
খড়দায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুনের অভিযোগ!
রং খেলার নামে ডেকে , খড়দায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুনের অভিযোগ! হোলির দিন খড়দায় টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। দোল খেলার সময় সংঘর্ষ, নিহত অমর চৌধুরী। জয়শ্রী কেমিক্যালসের সামনে ওই টিএমসিপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর জি কর মেডিক্যালে আনার পরে যুবকের মৃত্যু। বেলঘরিয়ায় শ্যুটআউটের পর এবার খড়দায় খুন। সূত্র মারফৎ খবর, পুরনো বিবাদের জেরে ডেকে টিএমসিপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে।
কেন খুন হতে হল ২৪ বছরের ছাত্র নেতাকে?
দোলের দিন ফের অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার খড়দা। তৃণমূল ছাত্র পরিষদের নেতা অমর ওরফে আকাশ চৌধুরীকে রাস্তায় কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। নিহতের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, বছরের শুরুতে আকাশের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিল অভিযুক্তরা। সেই রোষেই কি খুন হতে হল ২৪ বছরের ছাত্র নেতাকে? নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফের উত্তর ২৪ পরগনা...ফের ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা...ফের খড়দা, ফের খুন!
তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে রাস্তায় ফেলে কুপিয়ে মারল দুষ্কৃতীরা!
তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে রাস্তায় ফেলে কুপিয়ে মারল দুষ্কৃতীরা! রঙের উৎসবে মিশে গেল রক্তের রং, রাজনীতির রং স্থানীয় সূত্রে খবর, দুপুর আড়াইটে নাগাদ, খড়দার ফকিরঘাট রোডে বাড়ির কাছেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দোল খেলছিলেন অমর ওরফে আকাশ চৌধুরী। তখনই বাইকে করে ১০-১৫ জন যুবক সেখানে আসেন। তাদের সঙ্গে অমরের বচসা বেঁধে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় বাইকের পিছনে ধাওয়া করেন অমর। তারপরই পবন রাজভর ও কানাই নামে দুই অভিযুক্ত অস্ত্র বার করে কোপাতে শুরু করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের নেতা।
আরও পড়ুন, অনলাইনে ক্যামেরা কিনতে গিয়ে প্রতারণার শিকার, দেড় কোটি ফেরাল কলকাতা পুলিশ !