অনির্বাণ বিশ্বাস, কলকাতা: 'কলকাতার বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে '! প্রতিবাদ জানিয়ে সোশ্যাল পোস্ট মালব্য ও শুভেন্দুর। এক্স হ্যান্ডেলে আইটি সেলের প্রধান অমিত মালব্য জানিয়েছেন, গেরুয়া কেবল একটি রঙ নয়। এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে।'
একটা বাসকে ঘিরে অগণিত মানুষের ভিড়। ভেসে আসছে চিৎকার!চালকের আসন থেকে উঠে, বাসের সামনে লাগানো গেরুয়া পতাকা খুলে ফেলছেন চালক।আর তা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ছে বাসকে ঘিরে থাকা ভিড়।এই ঘটনা যখন ঘটছে, তখন বাসের প্রায় গায়েই দাঁড়িয়ে ফোনে কথা বলছে পুলিশ। এই ভিডিও পোস্ট করে, সরব হয়েছেন বিজেপির একাধিক নেতা। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, একজন বাস চালক, যিনি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কর্তব্য পালন করছিলেন,পুলিশের উপস্থিতিতে ইসলামপন্থীদের চাপে গেরুয়া পতাকা নামিয়ে ফেলতে বাধ্য হন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়?
এই ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, স্বামী বিবেকানন্দর জন্মস্থান কলকাতায় চমকে দেওয়ার মতো দৃশ্য়! সাহস এবং ত্য়াগ এবং বীরত্বের প্রতীক গেরুয়া পতাকা জোর করে বাস খুলিয়ে দিচ্ছে মৌলবাদীদের ভিড়। স্বামীজি কি এই সহনশীলতা এবং সম্প্রীতির কথা বলেছিলেন? মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অধীনে এরকম কার্যকলাপে নজরই দেওয়া হচ্ছে না। পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে। কোথায়আমাদের সংস্কৃতি এবং মূল্য়বোধের প্রতি সম্ভ্রম?
নিজের সোশাল মিডিয়া পোস্টে এই বিষয়টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দৃষ্টিও আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় শেখ ইসরাফিল নামে ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও। এই একই ভিডিও পোস্ট করে শেখ ইসরাফিল নামে ওই ব্যক্তি লিখেছেন, 'যারা বাস চালককে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করেছে তাদের জানাই ধিক্কার।'
সেই পোস্ট শেয়ার করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, আমার এমন মানুষ পছন্দ যাঁরা নিজের ঘর ঝাড় দেওয়ার পছন্দ করেন। হিন্দুদের মধ্যে থেকে যেমন বিজেপির মতো অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে, সেভাবেই মুসলমানদের মধ্যে থেকে এইসব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে। 'একের পর এক পোস্ট ঘিরে, এই ঘটনা ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)