সিডনি: জন্মদিনে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবন্যায় ভাসছেন বিরাট কোহলি। আজই ৩৪-বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন কিং কোহলি। দুরন্ত ফর্মেও রয়েছেন তিনি। সেখান থেকেই নিজের জন্মদিন পাল করছেন বিরাট। সোশাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়কে নিয়ে একের পর এক পোস্ট দেখা যাচ্ছে তাঁর জন্মদিনে। 


সোশাল মিডিয়ায় বিরাটকে শুভেচ্ছা


 



 


আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই ভারতের তারকা ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। ৩৪-এ পা দেবেন বিরাট। তাঁর জন্মদিন ঘিরে স্বাভাবিকভাবেই অনুরাগীরদের উন্মাদনার অন্ত নেই। বিরাটের সতীর্থরাও নিশ্চয়ই তাঁকে শুভেচ্ছা জানাবেন। সেই শুভেচ্ছা জানানোর পর্ব জন্মদিনের আগেরদিনই শুরু হয়ে গেল গ্লেন ম্যাক্সওয়েলের হাত ধরে।


শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া দল। চার রানে সেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচে ৫৪ রানের দুরন্ত ইনিংসে ম্যাচ সেরার পুরস্কারও পান ম্যাক্সওয়েল। ম্যাচ শেষ হওয়ার পরেই তিনি এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে তাঁর জন্মদিনের জন্য আগাম শুভেচ্ছাবার্তা পাঠান। বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সতীর্থ বলেন, 'আমি আমার এক খুব খুব কাছের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। বিরাট কোহলি, আশা করছি তোমার দিনটা দারুণ কাটবে। যদিও আমি এরপরেও তোমায় এমনিতেই মেসেজ করব। তাও আগেভাগেই শুভেচ্ছা জানালাম। জন্মদিন উপভোগ কর বন্ধু।' 


সোশাল মিডিয়ায় বিরাটকে শুভেচ্ছা জানিয়ে পাক পেসার শাহনাওয়াজ দাহানি লিখেছেন, ''এই মানুষটাকে ৫ নভেম্বর শুভচ্ছা জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। একজন প্রকৃত শিল্পী, যার জন্য ক্রিকেটটা এত সুন্দর হয়ে উঠেছে। শুভ জন্মদিন বিরাট। দারুণ দিন কাটুক তোমার। গোটা বিশ্বকে এভাবেই আনন্দ দিতে থাক।''


কোহলির রেকর্ড


বুধবার একটি কীর্তি গড়ে ফেললেন কোহলি। তিনিই হলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক। বিরাট ভেঙে দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের রেকর্ড। বাইশ গজে যেন পুনর্জন্ম হয়েছে তাঁর। ব্যাটে রানের ফুলঝুরি। পাকিস্তানের পর নেদারল্য়ান্ডসের বিরুদ্ধেও করেছেন ঝকঝকে হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে ছিলেন তিনি। ক্রিস গেলকে পেরিয়ে গিয়েছিলেন আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৬৫ রান রয়েছে গেলের।