কলকাতা: মাধ্য়মিক (Madhayamik 2023) চলাকালীন পরীক্ষার্থীর সংখ্যার সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) ভোটারদের তুলনামূলক গ্রাফ টানলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভৌতবিজ্ঞান পরীক্ষার আগে অনেকটা বয়েলের সূত্রের মতোই ব্যাস্তানুপাতিক সম্পর্ক টানলেন মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ও পঞ্চায়েত নির্বাচনের ভোটারদের সঙ্গে। সোশ্যালমিডিয়ায় ঠিক কী বলেছেন শুভেন্দু ? চলুন কথা না বাড়িয়ে, দেখে নেওয়া যাক।
'কমেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, বেড়েছে ভোটার'
এদিন ফেসবুক পোস্ট করে শুভেন্দু লিখেছেন, মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ শতাংশ কমেছে। আর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা ১১.৫ শতাংশ বাড়ছে। ২০২২ সালে পরীক্ষার্থী ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ এবং চলতি বছরে (২০২৩ সাল) যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ । পাশাপাশি এই পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার এবং চলতি বছরে ২০২৩ সালে ৫ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার। তবে এখানেই শেষ নয়, স্টান্ডআপের কালার টোনে একটি কমিক চিত্রও সঙ্গে দিয়েছেন। যেখানে একজন গোয়ালি দুধের ড্রামে জল মেশাচ্ছেন। দুধের ড্রামের নামকরণ করা হয়েছে সেখানে 'পশ্চিমবঙ্গের ভোটার তালিকা' এবং জলের ড্রামের নামকরণ করা হয়েছে 'বেনো জল।' এই ইস্যু ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।
ব্যাতিক্রমী ২৩
প্রসঙ্গত, মাধ্যমিক মানেই ১০ লক্ষ পরীক্ষার্থী। ফি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ে সেই সংখ্যা। কিন্তু এবারের মাধ্যমিকের তাৎপর্যপূর্ণ বিষয়, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। যদিও গত বছর সারাদেশের স্কুলে সমীক্ষা চালানোর পর একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। তা হল কোভিডের পর স্কুল যাওয়া পড়ুয়াদের সংখ্যা ইতিমধ্যেই কমেছে। যদিও এখানে শুভেন্দুর সোশ্যাল পোস্ট ঘিরে উসকে গিয়েছে বিতর্ক বলে দাবি রাজনৈতিক মহলের।
আরও পড়ুন, রহস্যময়ী হৈমন্তীর সঙ্গে ফ্রেমবন্দি রাজীব বন্দ্যোপাধ্যায়, কীভাবে চিনতেন?
উল্লেখ্য, পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রমক ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পর্ষদের হেল্পলাইন নম্বর হল হেল্পলাইন নম্বরগুলি হল- 03323213827, 03323592274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল- 03323213089। পর্ষদের সচিবের দফতরের নম্বর- 03323213816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল-examwbbse@gmail.com।