West Bengal News Live: মেরামতির কাজ, বাতিল শিয়ালদা সাউথ সেকশনের একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
মানুষ যাদের কাছ থেকে কাজের আশা করে, তাদের কাছেই ক্ষোভ জানাবে। গ্রামে গ্রামে দিদির দূতদের ক্ষোভের মুখে পড়া নিয়ে, এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং ক্ষোভের মুখে পড়ে বিচলিত না হওয়ার পরামর্শ দিলেন তিনি। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার। জেলা সভাপতিকে জুতোপেটা অভিযোগকারী মহিলা বিজেপি কর্মীর। বকখালির আবাসিক হোটেলে বৈঠক চলাকালীন চেয়ার ছোড়াছুড়ি। অভিযোগকারী বিজেপি মহিলা কর্মী সভায় উপস্থিত হওয়ায় কটূক্তির অভিযোগ। মহিলা বেরিয়ে যেতে গেলে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনার পরেই জেলা সভাপতিকে জুতোপেটা অভিযোগকারী মহিলার।
তৃণমূল বিধায়কের ভাইয়ের নাম করে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে জমি ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। থানায় ৩ দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিধায়কের ভাই। প্রাথমিক তদন্তে ঘটনায় বিধায়কের ভাইয়ের কোনও যোগসূত্র মেলেনি, জানিয়েছে পুলিশ।
হাওড়ার চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন। রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
পার্ক সার্কাস স্টেশনে তৈরি হবে ফুটওভার ব্রিজ। তার জন্য আজ ও কাল রাত ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিল করা হয়েছে শিয়ালদা সাউথ সেকশনের একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন। দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা।
ফের বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন। কাল দুপুর ২টো থেকে শহিদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা। গতকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠন একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে মিছিলের পর শুরু হয় ধর্না। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাজ্যকে বকেয়া ডিএ দিতে হবে।
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ।
শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর তৃণমূলে যাওয়ার জল্পনা ওড়ালেন হিরণ। 'পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৃণমূল কংগ্রেস মানে চোর চোর চোর, চোরেদের দলে কেউ যেতে চায় না, বারবার লোভ দেখিয়েও কাজ না হলে, মানহানির চেষ্টা করে'।
ফের বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা। অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা নিমাই সিংহের অনুগামীদের বিরুদ্ধে। মালদা জেলার হবিবপুরের ঘটনা। পঞ্চায়েত সদস্য নিমাই সিংহের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের, গ্রেফতার ১।
ফের বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা। অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা নিমাই সিংহের অনুগামীদের বিরুদ্ধে। মালদা জেলার হবিবপুরের ঘটনা। পঞ্চায়েত সদস্য নিমাই সিংহের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের, গ্রেফতার ১।
ফের শহরে ভুয়ো কল সেন্টারের হদিশ। টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগে সল্টলেক থেকে গ্রেফতার করা হল ১৩ জনকে। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে সংস্থার দুই ডিরেক্টর সহ ১৩ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চলছে।
এবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরায় বেশ কয়েকজন এজেন্টের নাম পেলেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, চাকরির জন্য আর্থিক লেনদেন হত এই এজেন্টদের মারফত। এরাই সরাসরি যোগাযোগ রাখতেন প্রার্থীদের সঙ্গে।যাবতীয় খবর সংগ্রহ করতেন এজেন্টরাই। এর আগে, নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যস্থতাকারী ও চাকরির সুপারিশকারীদের নাম উঠে এসেছিল। এবার ইডির হাতে এল কয়েকজন এজেন্টের নাম। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদেও এই এজেন্টদেরই নাম উঠে এসেছিল। সেই অনুযায়ী, তালিকা তৈরির প্রক্রিয়া করেছে ইডি।
নিজের লেটার প্যাড ব্যবহার করে ব্যবসায়িক সংগঠনের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগ । বাঁকুড়ায় অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। লেটার প্যাডের সেই ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল । ধান্য মিল অ্যাসোসিয়েশন নামের একটি ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে চাঁদা বাবদ ২৫ হাজার টাকার প্রাপ্তি স্বীকার!
লেটার প্যাড ভাইরাল হতেই তাঁকে শো কজ করল বিজেপি। ঘটনার সত্যতা স্বীকার করে দলীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যেই ভুল স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। ছবি ভাইরাল হওয়ার নেপথ্যে দলের একাংশ, পাল্টা অভিযোগ অশোক বিদের।
সামনেই পঞ্চায়েত ভোট। বেশ কিছু পুরসভাতেও ভোট হওয়ার কথা। তার আগে, দুর্গাপুরে হতে চলেছে বিজেপির হাইভোল্টেজ বৈঠক। সূত্রের খবর, আজ ও কাল, দুদিন ব্য়াপী টানা বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। থাকার কথা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, জন বার্লা সহ একাধিক বিজেপির সাংসদ ও বিধায়কের। আসবেন কেন্দ্রের প্রতিনিধিরাও। সূত্রের খবর, প্রায় ৪০০ বিজেপি নেতা-কর্মীর জমায়েত হবে। গতকাল সন্ধেয় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বিজেপির এই প্রস্তুতি বৈঠক ঘিরে ফ্লেক্স, ফেস্টুন, পোস্টারে সেজে উঠেছে দুর্গাপুর শিল্পাঞ্চল।
বিজেপিতেই থাকছেন হিরণ চট্টোপাধ্যায়, দলবদলের জল্পনা ওড়ালেন বিজেপি বিধায়ক।
পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর্যলোচনা বৈঠক। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বৈঠকে উপস্থিত রয়েছে জেলা শাসক, পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ।
দল ছাড়লেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল পরিচালিত রানিসরাই পঞ্চায়েতের উপপ্রধান। তৃণমূল নেতা গোবর্ধন হেমব্রমের অভিযোগ, দলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকা হয় না। এমনকি এলাকার উন্নয়ন করতে গেলে বিভিন্ন সময় দল বাধা দেয় বলেও তাঁর অভিযোগ।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্যায়ের ব্যবসায়িক লগ্নি। শান্তনুকে গত ৩দিন জিজ্ঞাসাবাদ করেছে ইডি। খতিয়ে দেখা হয়েছে তাঁর ও তাঁর পরিবারের যাবতীয় অ্যাকাউন্ট ডিটেলস ও আর্থিক লেনদেনের নথি। ইডি সূত্রে খবর, সেসব নথি থেকে একাধিক সংস্থায় শান্তনুর লগ্নির হদিশ মিলেছে।
নিজের লেটার প্যাড ব্যবহার করে ব্যবসায়িক সংগঠনের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগ বিজেপির জেলা নেতার বিরুদ্ধে। লেটার প্যাড ভাইরাল হতেই শো কজ করল দল। নিজের দলীয় লেটার প্যাড ব্যবহার করে একটি ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে চাঁদা বাবদ মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠল অশোক বিদ নামের বিজেপির বাঁকুড়া জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে। চাঁদার প্রাপ্তিস্বীকার লেখা সেই লেটার প্যাড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়। দলের তরফে কারণ দর্শাতে বলা হয় ওই নেতাকে। ঘটনার সত্যতা স্বীকার করে দলীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যেই ভুল স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ওই বিজেপি নেতা। তৃণমূলের কটাক্ষ,' এটাই বিজেপির সংস্কৃতি।'
বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে, সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড-ডে মিলের ফান্ড থেকে দেওয়া হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোষ্ট করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। গতকাল ফেসবুক পোস্টে দুটি চেকের ছবি দিয়ে তিনি এই অভিযোগ তোলেন। এনিয়ে তদন্তেরও দাবি করেছেন ধ্রুব সাহা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা, বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, বগটুইকাণ্ডে এক বছর হতে চলল, ইস্যু না পেয়ে সেই ঘটনা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাজার গরম করার চেষ্টা করে কোনও লাভ হবে না।
গৃহবধূকে খুনের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুরের সন্তোষপুর। পূজা মাঝি নামে ওই গৃহবধূকে গতকাল গভীর রাতে তার বাড়ির লোকেরা পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। সকালে সেই খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মৃতার স্বামী প্রত্যুষ মাঝির বাড়ি ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। মৃতার পরিবারের অভিযোগ, পূজাকে শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন মানসিক ও শারীরিক অত্যাচার করত। স্বামী সহ ২জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি হাসপাতাল চত্বরে বিধ্বংসী আগুনে দমবন্ধ হয়ে মৃত্যু হল বাঙালি চিকিৎসক দম্পতি সহ ৬ জনের। প্রশাসন সূত্রে খবর, রাত ১টা নাগাদ হাজরা ক্লিনিক অ্যান্ড হাসপাতালের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগুন লাগে। আগুন দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বের করে আনে। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক দম্পতি সহ পাঁচজনকে । তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
শনিবার শিয়ালদার সাউথ সেকশনে বাতিল থাকছে একাধিক লোকাল।
কালিম্পঙের মংপঙে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু। আহত হয়েছেন বেশ কয়েকজন। বানারহাট থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে শুকনো নদীখাতে পড়ে যায় গাড়িটি। আহত গাড়িচালককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
'বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে মিড-ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী', ট্যুইট করে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভাঙড়ে জিরানগাছা হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ মিমি চক্রবর্তী। তিনি ভাঙড় ২ ব্লকের জিরানগাছা গ্রামীন হাসাপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। শুক্রবার তিনি হাসাপাতালে আসেন। প্রথমেই ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ রোগী কল্যান সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তারপর বিভিন্ন ওয়ার্ড এমনকি ক্যান্টিন পর্যন্ত ঘুরে দেখেন। যদিও ওয়ার্ডে গিয়ে চক্ষু চড়কগাছ সাংসদের। মাঝে একটা দরমার বেড়া। তারই দুপাশে রাখা পুরুষ ও মহিলা রোগীদের।
মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে রাজ্য়পালের বাংলায় হাতেখড়ি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। বৃহস্পতিবার রাতেই দিল্লি যান রাজ্য়পাল। কিন্তু, যে জল্পনা সামনে এসেছিল, যে তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন। কিন্তু কারও সঙ্গেই তাঁর সাক্ষাত হয়নি। সিপিএমের প্রশ্ন, গোটাটাই সেটিংয়ের চিত্রনাট্য় নয় তো?
হাওড়ার চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন। রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন লাগার পর শ্রমিকদের দ্রুত বের করা আনা হয়। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। পাশেই পাওয়ার হাউস থাকায় আগুন ছড়ানোর আশঙ্কায় পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হল বিদ্যুৎ সংযোগ। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
দিদির দূত হয়ে গ্রামে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লে তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এবার দুবরাজপুর। রাস্তা বেহাল, মেলে না পানীয় জল, পোস্ট থাকলেও আলো জ্বলে না। এমনই সমস্ত অভিযোগ শুনতে হল সাংসদকে। তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিলেও, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
এবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরায় উঠল এজেন্টদের নাম। বেশ কয়েকজন এজেন্টের নাম পেয়েছেন ইডি আধিকারিকরা, খবর সূত্রের। চাকরির জন্য আর্থিক লেনদেন হত এই এজেন্টদের মারফত, দাবি ইডি সূত্রে। এঁরাই সরাসরি যোগাযোগ রাখতেন প্রার্থীদের সঙ্গে, খবর ইডি সূত্রে। যাবতীয় খবর সংগ্রহ করতেন এজেন্টরাই, খবর ইডি সূত্রে।
ফের বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন। কাল দুপুর ২টো থেকে শহিদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা। গতকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠন একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে মিছিলের পর শুরু হয় ধর্না। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাজ্যকে বকেয়া ডিএ দিতে হবে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবিপি আনন্দর অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য়। দফায় দফায় ৬ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষকে। কিন্তু চাকরি তো মেলেইনি, উল্টে একটা টাকাও ফেরত পাননি। ইডি-র হাতে ধৃত যুব তৃণমূল নেতা সম্পর্কে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বলাগড়ের বাসিন্দা পিয়ালি চৌধুরী। বাংলায় MA করার পর, ২০১৪-র টেট উত্তীর্ণ বলে নিজেকে দাবি করেছেন তিনি।
একশ দিনের প্রকল্পে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েতের কর্মীদের একাংশের বিরুদ্ধে। মালদার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গাজোলের দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর একাংশ। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।
দল বদলের জল্পনার মধ্যেই, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন হিরণ চট্টোপাধ্য়ায়।
জমির পর এবার নোবেল নিয়ে অমর্ত্য সেনকে নিশানা করলেন বিশ্বভারতীর উপাচার্য। অমর্ত্য সেন নোবেল প্রাইজ পাননি, দাবি বিদ্য়ুৎ চক্রবর্তীর। উপাচার্যের মন্তব্য় নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে।
তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ জেলা সভাপতি এখন জেলে। এই পরিস্থিতিতে, প্রায় রোজই, দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে, তাঁরই জেলায় মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন, অনুব্রতর সেনাপতিরা। প্রশ্ন উঠছে, অনুব্রত জেলে আছেন বলেই কি, এখন মুখ খুলতে সাহস পাচ্ছেন বীরভূমের মানুষ?
প্রেক্ষাপট
৪ দিনে দু'বার, মুর্শিদাবাদে (Murshidabad) ফের শ্যুটআউট, এবার ডোমকলে গুলিবিদ্ধ যুবক। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি (Murshidabad Medical)। যুবকের পেটে গুলি লেগেছে। বাইক আরোহী দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বীরভূমে (Birbhum) ফের বিক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' বিকাশ রায় চৌধুরী। সিউড়ির বিধায়কের কাছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীদের দাবি, তাঁদের অভিযোগ জানাতে বাধা দেন তৃণমূলেরই (TMC) কর্মীরা। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
দিদির দূত হয়ে গ্রামে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লে তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi)। এবার দুবরাজপুর। রাস্তা বেহাল, মেলে না পানীয় জল, পোস্ট থাকলেও আলো জ্বলে না। এমনই সমস্ত অভিযোগ শুনতে হল সাংসদকে। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
পাচার রুখতে বীরভূম (Birbhum) জেলা পুলিশের অভিযান। তিন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রায় ৩০ টন কয়লা। অন্য়দিকে, বালি পাচার রুখতে, ড্রোন উ়ড়িয়ে চলল নজরদারি।
পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে জমির দখল ঘিরে ফের প্রকাশ্য়ে তৃণমূলের বিবাদ। দুবরাজপুরে সংঘর্ষে জড়ালেন তৃণমূলের প্রাক্তন ও বর্তমান অঞ্চল সভাপতির অনুগামীরা। জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। নোটিস দেওয়া হবে অভিযুক্ত তৃণমূল নেতাকে (TMC Leader)। জানিয়েছেন বিএলএলআরও।
কাঁথিতে পুলিশকে আক্রমণ শিশির অধিকারীর (Sisir Adhikari)। 'কাঁথিতে বাস করতে হলে নাকি পুলিশকে স্যালুট করে চলতে হয়' মন্তব্য শিশিরের। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ। একই সঙ্গে ছেলে শুভেন্দুর প্রশংসা করে বলেন, 'কাঁথি জন্ম দিয়েছে শুভেন্দুর' 'যে শুভেন্দু আজ বাংলার মানুষকে আলো দেখাচ্ছেন'।
হাওড়া-NJP-র পর এবার হাওড়া-পুরী। চালু হতে চলেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই ট্র্যাকে নামতে পারে সেমি হাইস্পিড ট্রেন।
১০০ দিনের কাজে দুর্নীতির (Scam) খোঁজে মালদায় কেন্দ্রীয় দল। নদিয়া (Nadia) সফর সেরে ফের আসার কথা মালদায় (Malda)। এত দল এল-গেল, কী হল? খোঁচা তৃণমূলের।
একশ দিনের প্রকল্পে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েতের কর্মীদের একাংশের বিরুদ্ধে। মালদার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ গাজোলের দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর একাংশের। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক (DM)।
গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চাঁচলের ভগবানপুর থানার ঘটনা। গ্রেফতার অভিযুক্ত। কীভাবে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ (Police)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -