সত্যজিত বৈদ্য, কলকাতা : দমদমের নাগেরবাজারে নীতি পুলিশের দৌরাত্ম্য! ২০২৩ এ দাঁড়িয়েও 'অপরাধ' চায়ের দোকানে গান গাওয়া কিংবা 'মহিলাদের ধূমপান'।


মহিলাদের ধূমপানে আপত্তি


চায়ের দোকানের সামনে গান গাওয়া ও মহিলাদের ধূমপানে আপত্তি তুলে দোকান ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে।

ঠিক কী ঘটেছে


চায়ের দোকানের মালিকের দাবি, চায়ের দোকানের সামনে গান গাইছিলেন কয়েকজন যুবক-যুবতী। তাঁরা কেউ কেউ ধূমপান করছিলেন বলেও দাবি। তবে এলাকার এক ক্লাবের লোকজন তাতে আপত্তি তোলেন। তাঁদের মনে হয়, দোকানে যুবক - যুবতীরা অশালীন আচরণ করছেন।  এই অভিযোগ তুলে চড়াও হন দাগা কলোনির ওই ক্লাবের সদস্যরা।


এই অভিযোগ মানতে চাননি তাঁরা। পাল্টা  প্রতিবাদ করায় দোকানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ । জানা গিয়েছে, দোকান মালিককে মারধরও করা হয় বলে অভিযোগ। ক্লাব সদস্যদের বিরুদ্ধে নাগেরবাজারের কামারডাঙা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ক্লাব সদস্যদের অভিযোগ ঠিক কী, তা নিয়ে মুখ খোলেননি তাঁরা । 


শুক্রবার সকালের বড় খবর 


১। আবাস দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে রাজ্যে। অনুসন্ধান চালাবে ১০টি জেলায়। পঞ্চায়েত সচিবকে চিঠি গ্রামোন্নয়ন মন্ত্রকের। 



২। নজরে পূর্ব মেদিনীপুর এবং মালদা। ফের যাবে টিম। অনুসন্ধান হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়েও। 



৩। হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, আঁচ দিল্লিতেও। আসছে ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কথা বলবে রেজিস্ট্রার জেনারেল, বার অ্যাসোসিয়েশনের সঙ্গে। সংগ্রহ করা হবে ফুটেজ ও ছবি। ১৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশ।



৪। চোখ রাঙিয়ে, হুমকি দিয়ে কোর্টে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে! বিক্ষোভকাণ্ডে অবমাননার রুল জারি করে নির্দেশনামায় বললেন বিচারপতি মান্থা।


৫। মুর্শিদাবাদে তৃণমূল বিধায়কের বাড়ি-কারখানায় যকের ধন! আয়কর হানা, চালের বস্তা থেকে ১১ কোটির হদিশ! বেতনের টাকা দাবি করে চক্রান্তের সন্দেহ জাকিরের। 


৬। নোনাপুকুরে তৃণমূল কাউন্সিলরের হোটেলে ৩৭ ঘণ্টার আয়কর অভিযান। প্রচুর নথি বাজেয়াপ্ত। কেন তল্লাশি, জবাব দিতে পারবেন আমিরুদ্দিনই, মন্তব্য তাপসের। 


৭। বিশ্বভারতীতে অচলাবস্থা, উপাচার্যের বিরুদ্ধে এবার সরব নোয়াম চমস্কি। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে সই করা ২৬১জনের মধ্যে অমর্ত্য সেনের কন্যা। 



৮। জোশীমঠে আতঙ্ক বাড়িয়ে মধ্যরাতে আড়াইশ কিলোমিটার দূরের উত্তরকাশীতে ভূমিকম্প। কম্পন মৃদু হওয়ায় বড় ক্ষতির খবর নেই। বিপজ্জনকভাবে ঝুঁকে থাকা হোটেল ভাঙার কাজ শুরু।