কলকাতা: দশমী পেরোতেই শাসক নজরে ছাব্বিশের ভোট।দশমী পেরোতেই শাসক নজরে ছাব্বিশের ভোট। রবিবার থেকে ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী। অভিষেকের কালীঘাটের অফিসে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে হাজির তৃণমূল নেতৃত্ব। শুভেচ্ছা বিনিময়।

Continues below advertisement

আরও পড়ুন, কাফ সিরাপ খেয়ে ১১ শিশুমৃত্যুর অভিযোগ ! এবার অ্যাডভাইসরি জারি কেন্দ্রের, কী কী পরামর্শ ?

Continues below advertisement

রবিবার থেকে ব্লকে ব্লকে হতে চলা বিজয়া সম্মিলনীকে হাতিয়ার করছে তৃণমূল। সূত্রের খবর, এরজন্য ৫০ জন বক্তার নাম চিহ্নিত করা হয়েছে। বক্তাদের মধ্যে দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী সকলেরই নাম রয়েছে। প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনীতে হাজির থাকবেন তাঁরা। এই পদক্ষেপকে তৃণমূল বলছে ভোটের আগে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছনো।

এদিন ডিভিসি ইস্যুতে অভিষেক বলেন, দলের নেত্রী তিনি ট্যুইট করে এর ব্যাক্ষা দিয়েছেন। এবং এটা কেন্দ্রীয় সরকারের বরাবরের স্বভাব। যেখানে দশমী পার হল না। ঠিক পরদিন , পরিকল্পিতভাবে ম্যানমেড ডিজাস্টার বা বন্যা, যেটা প্রতিবার ডিভিসি করে।এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে। তাই পুজোটাকেও এরা রেয়াত করল না।..'

ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রাজ্যকে না জানিয়ে জল ছে়ড়েছে ডিভিসি। লক্ষ্মীপুজোর পরেই বড়সড় আন্দোলনে নামছে তৃণমূল, সূত্রের খবর। ডিভিসির অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হবে তৃণমূল কংগ্রেস, সূত্রের খবর। জেলায় জেলায় পুজো কার্নিভালকে খাটো করতেই কেন্দ্রের ষড়যন্ত্র, মত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের।

ফের ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে ১,৫০,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। যাতে উৎসবের সময় আমাদের পশ্চিমবঙ্গ বন্যায় প্লাবিত হয়। লক্ষ লক্ষ মানুষ যখন পূজায় ব্যস্ত থাকে। তখন তাদের উপর দুর্যোগ ডেকে আনার জন্য এটি একটি ইচ্ছাকৃত চক্রান্ত। লজ্জাজনক, অসহনীয়, অগ্রহণযোগ্য, আমরা প্রতিবাদ জানাই।'

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই জল ছাড়ল DVC. DVC জল ছাড়ায় নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরে জল ছাড়ছে DVC। সকাল ১১টা থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে DVC. ৬৫ হাজার কিউসেক হারে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে, জানাল ডিভিসি। মাইথন জলাধার থেকে ৪২ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে , জানিয়েছে ডিভিসি ।পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে ২৭ হাজার ৫০০ কিউসেক, জানাল ডিভিসি।'না জানিয়ে জল ছাড়ছে, বাংলাকে ডোবানোর চেষ্টা', DVC-কে আক্রমণ রাজ্য প্রশাসনের।