কলকাতা: ফের সেই রেফার রোগ ! ৩ হাসপাতাল ঘুরে পায়ে চোট পাওয়া যুবকের মৃত্যু! (Youth Death) এমআর বাঙুর, এসএসকেএম, চিত্তরঞ্জন ন্যাশনাল ঘুরে এনআরএসে মৃত্যু। কলকাতার ৩ সেরা হাসপাতালের বিরুদ্ধে রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ।বিনা চিকিৎসায় ফেলে রাখায় যুবকের মৃত্যুর অভিযোগ পরিবারের। এতো গেল রাজ্যের সাধারণ নাগরিকের মর্মান্তিক ঘটনা। কিন্তু এবার রেফার রোগ থেকেই রেহাই নেই তৃণমূল কাউন্সিলরেরও (TMC Councilor)।  অভিযোগ, চিকিৎসকের হেনস্থার মুখে তাঁকেও পড়তে হয়েছে। আরজিকরে (RGKar) পরিচিত-র চিকিৎসায় হেনস্তার 'শিকার' খোদ শাসক নেতা।


ফের সরকারি হাসপাতালে রেফার-রোগ। ৩টি হাসপাতাল ঘুরে এনআরএস-এ রোগী মৃত্যুর অভিযোগ। এম আর বাঙুর, এসএসকেএম, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল রোগীকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ পরিবারের। পরিবারের দাবি, খেলতে গিয়ে চোট পান ওই যুবক। এরপর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হলেও, চিকিৎসক আসেননি এনআরএস-এ। বিনা চিকিৎসায় ফেলে রাখায় আজ সকালে যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হয়েছিল, তখনই রোগীর মৃত্যু হয়, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 


 জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজে রেফার আটকাতে এবার নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। জেলা হাসপাতালে কোন কোন পরিষেবা বাধ্যতামূলক, সে সম্পর্কে একটি নির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে। ডায়গনস্টিক থেকে শুরু করে ডায়গনস্টিক, মেডিসিন, অর্থোপেডিক, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক-সহ সমস্ত বিভাগের ৩৭০টি পরিষেবার তালিকা তৈরি করেছে স্বাস্থ্য দফতর। এই পরিষেবাগুলিকে এসেনশিয়াল ক্যাটিগরিতে রাখা হয়েছে।এই পরিষেবাগুলির ক্ষেত্রে জেলা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা যাবে না। যে সমস্ত পরিষেবা এসেনশিয়াল তালিকায় নেই, সেই সমস্ত পরিষেবাগুলির জন্য ডিজায়ারেবল তালিকাও তৈরি করেছে স্বাস্থ্য দফতর। এর মধ্যে রয়েছে ৬৭টি পরিষেবা। জেলা হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো না থাকলে, উন্নততর পরিকাঠামো সম্পন্ন জেলার মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকে রেফার করা যেতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।


 আরও পড়ুন, বাঙালি নোবেলজয়ীর হাত ধরে বাংলার তাঁত বিশ্বের দরবারে !


একইসঙ্গে বলা হয়েছে, পরিষেবা দেওয়া সম্ভব না হলে, সেই সংক্রান্ত নথি প্রস্তুত রেখে রোগীকে রেফার করতে হবে। স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। চিকিৎসা শুরুর আগে রোগী রেফার হলে বা মারা গেলে প্যাকেজের পুরো টাকা পাবে না হাসপাতাল। নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, রোগীর অস্ত্রোপচারের সময় অস্ত্রপচার সম্ভব না হলে ৩৫% টাকা দেবে সরকার। অস্ত্রোপচার আংশিক হলে মিলবে ৫০% টাকা। অস্ত্রোপচার ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ এবং মোট প্যাকেজের  মাত্র ৩০%।