সত্যজিৎ বৈদ্য, কলকাতা: রাতের কলকাতায় ফের 'গণধর্ষণ' (Physical Abuse)! প্রগতি ময়দান থানা (Pragati Maidan Police Station) এলাকায় গণধর্ষণের অভিযোগ উঠল। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে গাড়িতেই গণধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে ২ যুবককে। (Kolkata Incident)


রাতের কলকাতায় 'গণধর্ষণ'! গ্রেফতার ২


রাতের কলকাতায় ফের 'গণধর্ষণ'! প্রগতি ময়দান থানা এলাকায় গণধর্ষণের অভিযোগ উঠল। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে গাড়িতেই গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ধাপা এলাকার ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। ফেরার আরও ১ অভিযুক্তের খোঁজ করছে প্রগতি ময়দান থানার পুলিশ। ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 


ঘটনাটি ঘটেছে গত পরশু অর্থাৎ ১০ মার্চ রাতের। প্রগতি ময়দান থানা এলাকায় এক যুবতীকে নিয়ে তিন যুবক ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বের হয় বলে অভিযোগ। ধাপা এলাকায় পৌঁছে ওই যুবতীর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ওই যুবতী ধর্ষণের অভিযোগ করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে প্রগতি ময়দান থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ধৃত ২ ব্যক্তি, চন্দন গুপ্ত ও বিকাশ দত্তকে আলিপুর আদালতে তোলা হয় আজ। বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে। অভিযোগকারিণীর সমস্ত অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল, যুবতীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কী কারণে নিয়ে যাওয়া হয়েছিল সেই সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, যিনি অভিযোগকারিণী, এবং গোটা ঘটনায় যে তিন জন অভিযুক্তের নাম উঠে আসছে, তাদের প্রত্যেকেরই বাড়ি প্রগতি ময়দান থানা এলাকায়।


আরও পড়ুন: Gurap Accident:টোটোয় ধাক্কা ডাম্পারের, গুড়াপে মৃত্যু ৭ জনের


মাস কয়েক আগে কলকাতার বুকে আরও এক সাংঘাতিক যৌন নির্যাতনের খবর প্রকাশ্যে আসে। হরিদেবপুরের হোমে (Haridevpur Home) ২ নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের (Physical Abuse) অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় একের পর এক অভিযুক্তকে। হোমের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছিল। এরপর গ্রেফতার করা হয় হোমের প্রাক্তন রাঁধুনিকে। উল্লেখ্য, গত মে মাসে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর বরখাস্ত করা হয় প্রাক্তন রাঁধুনিকে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।