কলকাতা: বর্ষশেষের আগে বঙ্গে আরও কমল কোভিডগ্রাফ ! (Covid Graph) তবে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন দফতরের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে মোট ১১জন হাসপাতালে কোভিড আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বাংলাজুড়ে নতুন করে কোভিড পজিটিভ (Covid Positive) হয়েছেন ৫ জন। যদিও ইতিমধ্যেই রাজ্য জুড়ে কোভিড টেস্ট বাড়াতে বলা হয়েছে। আরটি-পিসিআর বাধ্যতামূলক করা হয়নি। তাই উপস্বর্গ দেখা দিলে সবাই কোভিড টেস্ট করছেন কি ? প্রশ্নটা নিয়েই শেষ হওয়ার পথে ২০২২।


৩০ ডিসেম্বরের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায়,  কোভিড কমে পজিটিভ ৫ জন । তবে এইমুহূর্তে কোভিডে মৃত্যু শূন্য রয়েছে বাংলা। শেষ পাওয়া বুলেটিনের তথ্য অনুযায়ী, হোম আইসোলেশনে রয়েছেন ৪৮ জন। উৎসবের মরসুমে এখনও হাসপাতালে চিকাৎসাধীন ১১ জন। জানা গিয়েছে, গোটা রাজ্যে মোট কোভিড টেস্ট করেছেন  ৫ হাজার ১০৫ জন। কোভিড ভ্যাকসিন নিয়েছেন, ৩৯৯৭ জন। তবে আগের থেকে কোভিড পজিটিভিটির হার আগের থেকে কমেছে। এই মুহূর্তে হার ০.১১ শতাংশ থেকে ০.১০ শতাংশ।






আরও পড়ুন, 'বিস্ময়ের কিছু নেই', নাট্যকর্মীর হেনস্থাকাণ্ডে কড়া প্রতিক্রিয়া কৌশিক সেনের


সূত্রের দাবি, রাজ্যজুড়ে করোনার (Corona) জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। এর পাশাপাশি হাসপাতাল গুলিকে সরঞ্জাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে বলা হয়েছে।কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতিতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।সরঞ্জাম সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে হবে। বৈঠকে কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে। সব ধরনের কিট যেন মজুত থাকে, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর রাখতে বলা হয়েছে।