কলকাতা: ফের দেশের মধ্যে শীর্ষে বাংলা। স্বনির্ভর গোষ্ঠী (Self Help Groups) তৈরি দেশের মধ্যে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ, টুইট করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee )। টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ১০.৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সেখানে সারা দেশের মধ্যে শীর্ষে বাংলা।






কেন্দ্রীয় সরকারের দেওয়া লক্ষমাত্রার মাপকাঠিতে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ


উল্লেখ্য, গত কয়েক বছরে ১০০ দিনের প্রকল্পে, বিভিন্ন বিভাগে কেন্দ্রীয় সরকারের দেওয়া লক্ষমাত্রার মাপকাঠিতে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। তবে এই প্রথমবার নয়, আগেও এই শিরোপা পেয়েছে পশ্চিমবঙ্গ। আর এবার স্বনির্ভর গোষ্ঠীতে বাংলার মুকুটে লাগল পালক। বাইশ-তেইশ অর্থবর্ষে কতগুলি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে, তা নির্দিষ্ট করে দিয়েছে সরকার। সূত্রের খবর, চলতি অর্থবর্ষে ১ লক্ষ ৯৪ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষমাত্রা জেলাগুলিকে বেধে দেওয়া হয়। এর মধ্যে দুই পরগণার টার্গেট সবচেয়ে বেশি। স্কুল ড্রেস তৈরি থেকে ভিন্ন কাজগুলিকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার।  


আরও পড়ুন, 'নবান্ন অভিযানে পুলিশি অত্যাচার', আহত দলীয় কর্মীদের দেখতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল


মূলত কেন্দ্রের তরফে বিভিন্ন প্রকল্পে বাংলার দুর্নীতির অভিযোগ উঠেছে


অপরদিকে,  মূলত কেন্দ্রের তরফে বিভিন্ন প্রকল্পে বাংলার দুর্নীতির অভিযোগ উঠেছে।এই নিয়ে কেন্দ্রের কাছে অভিযোগও জমা পড়েছে। যার জেরে কেন্দ্রীয় দল যাবতীয় কিছু খতিয়ে দেখেও গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, গরমিল পেলেই ওই নির্দিষ্ট এলাকায় প্রকল্পের টাকা দেওয়া স্থগিত করে দেওয়া হয়েছে। এই পুরষ্কার দেওয়া নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। পরশুদিন খড়্গপুরে 'উৎকর্ষ বাংলা'-র  অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাষণ দেওয়ার সময়ই তিনি কেন্দ্রকেও তোপ দাগেন।যদিও এবার মমতার টুইটে সুখবর পেয়ে উচ্ছ্বাসে ভাসল বাংলা।