নয়াদিল্লি: সাল ২০২১। জাতীয় দলে ডাক পেলেন তিনি। ভারতের হয়ে খেললেন একটি মাত্র ওয়ান ডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ। তারপর আর সুযোগ পাননি নীতিশ রানা (Nitish Rana)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষিত হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষিত হয়েছে। সেই সঙ্গে শুক্রবার বেছে নেওয়া হয়েছে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় এ দল। কোনও দলেই সুযোগ পাননি নীতিশ। সেই হতাশা যেন তিনি উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা দিল্লির বাঁহাতি ব্যাটার ইঙ্গিতপূর্ণভাবে ট্যুইট করেন, 'ধৈর্যই আসল ক্ষমতা। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে'।
অনেকেই মনে করছেন, জাতীয় নির্বাচকদের কাছে উপেক্ষিত হয়েই এই ট্যুইট করেছেন নীতিশ। অনেকে লিখেছেন, ভারত এ দলে সুযোগ পাওয়া অবশ্যই উচিত ছিল নীতিশের। কেউ কেউ পরামর্শ দিয়েছেন, মন খারাপ না করে ২০২২-২৩ মরসুমে প্রচুর রান করায় মনোনিবেশ করুন নীতিশ।
দিন কয়েক আগেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। সেই দলে সঞ্জু স্যামসন (Sanju Samson) সুযোগ না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন নেটিজেনরা। আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও নেই সঞ্জু। তবে ভারতীয় দল থেকে বাদ পড়লেও, নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে (India A vs New Zealand A) আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতীয় 'এ' দলের অধিনায়ক ঘোষণা করা হল সঞ্জু স্যামসনকে।
ভারতের ১৬ জনের দলে সুযোগ পেলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran), শাহবাজ আহমেদ। দলে ডাক পেলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় তরুণ অলরাউন্ডার রাজ অঙ্গদ বাওয়া। এছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে বর্তমানে লাল বলের সিরিজে 'এ' দলের হয়ে খেলা রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুররাও দলে রয়েছেন। ২২ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় 'এ' দল। তামিলনাড়ুর এম এ চিদাম্বরম স্টেডিয়ামেই এই সিরিজের তিনটি ম্যাচ খেলা হবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় 'এ' দল:-
পৃথ্বী শ, রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী, রজত পতিদার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, কেএস ভরত (উইকেটকিপার), কুলদীপ যাদব, শাহবাজ আহমেদ, রাহুল চাহার, তিলক ভার্মা, কুলদীপ সেন, রাহুল ঠাকুর, উমরান মালিক, নভদীপ সাইনি, রাজ অঙ্গদ বাওয়া।
আরও পড়ুন: সিরিজ হেরে ব্যাটারদের দিকেই আঙুল তুললেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত