কলকাতাঃ ২১ জুলাইয়ের জন্য কী পুলিশি ব্যবস্থা ? কত মানুষ আসতে পারে, রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা  হাইকোর্ট (Calcutta High Court)। এদিন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal) মূল মঞ্চে আসেন। মঙ্গলবার যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখে নেন তিনি। 


আরও পড়ুন, ২১ জুলাই জামা-কাপড় বাইরে শুকোতে পারেন, ওই দিন সব চোর কলকাতায় আসছে: শুভেন্দু


২১ জুলাইয়ের পুলিশি ব্যবস্থা নিয়ে আগামীকাল সকালের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে  কোর্ট 


হাইকোর্ট, রাজ্যের কাছে জানতে চেয়েছে, একুশে জুলাইয়ে মোট কত জন পুলিশকর্মী মোতায়েন থাকছে , কারা কারা আসছেন, ট্রাফিক রুটের প্ল্যান কী কী করা হয়েছে, এই নিয়ে বিস্তারিত রিপোর্ট আগামীকাল সকালের মধ্যে চেয়েছে কলকাতা হাইকোর্ট।এবং তার পাশাপাশি সরকারকে প্রশ্ন করা হয়েছে, ২১ জুলাই উলুবেড়িয়ায় সভা করার জন্য বিজেপি যে অনুমতি চেয়েছিল, বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত, সেটা বিকেল ৪ টের পরিবর্তে রাত ৮ থেকে বিজেপিকে সভা করার অনুমতি দিলে রাজ্যের পুলিশি বন্দ্য়োবস্তে কোথাও কোনও অসুবিধা হবে  কিনা, সেই উত্তর আগামীকাল সকালের মধ্যে দিতে হবে বলে জানিয়েছে, কলকাতা হাইকোর্ট


২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাড়তি নিরাপত্তা


প্রসঙ্গত, ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) জন্য বাড়তি নিরাপত্তা করা হচ্ছে। তৃণমূল নেত্রীর মঞ্চে প্রবেশের জন্য, পৃথক গেট বসানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে।  বাংলার একাধিক জেলা থেকে আসা একাধিক কর্মী সমর্থকের জন্য প্রস্তুতি তুঙ্গে গীতাঞ্জলি স্টেডিয়ামে।  ২১ জুলাইয়ের ৪৮ আগে কলকাতার ধর্মতলাতেও প্রস্তুতি তুঙ্গে। যদিও গত ২ বছর কোভিড মহামারি থাকার কারণে ২১ জুলাইয়ে ধর্মতলায় শহিদ দিবস পালন করা হয়নি। তবে ভার্চুয়ালি ২১ জুলাই হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এবার ২১ জুলাই নিয়ে উৎসাহ চরমে কলকাতা-সহ রাজ্য়ে।