আবীর দত্ত, কলকাতা: ফোন করে বাড়ি থেকে ডেকে এনে হামলা ও খুনের ঘটনার সাক্ষী আগেও হয়েছিল কলকাতা। সেবার মর্মান্তিক ঘটনা ঘটেছিল পার্কসার্কাসে। এবার ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য ফিরল কলকাতায়। শিয়ালদা ডিআরএম অফিসের সামনেই, নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা যুবকের উপরে ছুরির কোপ চালানো হয়েছে বলে অভিযোগ ! ফের নাগরিক নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।
ফোন করে বাড়ি থেকে ডেকে এনে 'হামলা'
ঘড়ির কাটায় তখন রাত সোয়া ৩টে। নারকেলডাঙার কাইজার স্ট্রিটে ঘটেছে ভয়াবহ এই ঘটনা। মর্মান্তিক এই ঘটনার পর, আক্রান্তের বাবা দাবি জানিয়ে বলেছেন, ছেলেকে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে। তাঁর অভিযোগ, ৫ থেকে ৬ জন দুষ্কৃতী এসে হামলা চালায়। ফোন করে বাড়ি থেকে ডেকে এনে হামলার অভিযোগ। জখম যুবক প্রোমোটিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, দাবি পরিবারের। গুরুতর জখম যুবককে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরনো শত্রুতার জেরেই হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান।
আগেও মর্মান্তিক এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতা
খুব বেশি আগের ঘটনা নয়। বছরটা ২০২২ সাল। মর্মান্তিক এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতা। ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল পার্ক সার্কাস ময়দানে। পরিচিতদের বিরুদ্ধেই উঠেছিল অভিযোগ। মাত্র ২৫ বছরেই সব শেষ। মৃতের নাম শাহনওয়াজ ফরিদ । পরিবারের দাবি, তপসিয়ার বাসিন্দা বছর পঁচিশের ওই যুবককে সন্ধেয় ফোন করে ডাকে কয়েকজন পরিচিত। মৃতের স্ত্রীর অভিযোগ, মনু বলে একজনের ফোনর পর বাড়ি থেকে বের হয়ে যায় তিনি। রাতে জানা যায়, গুরুতর জখম অবস্থায় ওই যুবক পার্ক সার্কাস ময়দানের মধ্যে পড়ে রয়েছেন। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ৪ জন মিলে এলোপাথাড়ি কোপানোর জেরে শাহনওয়াজের মৃত্যু হয় বলে অভিযোগ তুলেছিল পরিবার।
আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর, জীবনকৃষ্ণকে 'বাদ' দিয়েই ইউসুফদের বিজয়া সম্মেলনী ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।