রাজর্ষি দত্তগুপ্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : শহরজুড়ে যেন টাকার পাহাড় ! ফের একবার বান্ডিল বান্ডিল নোট উদ্ধার (Money Recovered)। শহরে ফের যকের ধনের হদিশ। উদ্ধার কোটি কোটি টাকা (Several Crores Recovered)। পাঁচশো ও দু-হাজার টাকার নোটের একাধিক বান্ডিল উদ্ধার করা হয়েছে। নিউটাউনে (Newtown) কল সেন্টারে পুলিশের (Police) হানা, উদ্ধার টাকার পাহাড়। ফোনে প্রতারণার ছক কষে এই টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণার চক্র চলত ছিল বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা উদ্ধার হয়েছে বলেই খবর।
কীভাবে অভিযান
কল সেন্টারের (Call Centre) মাধ্যমে সাহায্য চেয়ে প্রতারিত হয়েছেন বলে কিছুদিন আগে নিউটাউন থানায় (Newtown Police Station) কিছুদিন আগে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ একে একে ৬ জনকে গ্রেফতার করে। পুলিশের পক্ষে গ্রেফতার হওয়া কিংপিনদের নিয়ে তদন্তে নেমে একটি কল সেন্টারে হানা দেয় পুলিশ। সংকল্প-২'তে হানা দিয়ে পুলিশ ফের কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার নগদ সহ প্রচুর সম্পদ
পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অভিযানে পুলিশ প্রায় ৪ কোটি টাকা উদ্ধার করেছে। তবে শুধু নগদ অর্থই নয়, উদ্ধার হয়েছে প্রচুর দামি, অর্নামেন্ট সহ একাধিক সম্পদ। কল সেন্টারে হানা দিয়ে উদ্ধার করা হয়েছে চারটি বিলাসবহুল গাড়িও। জ্যাগুয়ার, ল্যান্ড রোভারের মতো একাধিক দামি গাড়িও উদ্ধার হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু এই কল সেন্টারই নয়, নিউটাউন এলাকায় এরকম প্রায় ৮ টি কল সেন্টারের হদিশ মিলেছে। সবমিলিয়ে পুলিশের পক্ষে প্রায় ৪০০ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।
কলসেন্টারের মাধ্যমে সাহায্যের ফাঁদ পেতে প্রতারণার বিষয়টি পরিষ্কার হলেও ঠিক কীভাবে এই চক্র চলত, এর জাল ঠিক কতটা বিস্ত্ৃত সেটাই খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গত কয়েক মাসে শহরে একাধিকবার কার্যত যকের ধন উদ্ধার হয়েছে। কখনও গড়িয়াহাট, কখনও বালিগঞ্জ তো কখনও পার্ক স্ট্রিট, কখনও বড়বাজার। যার কিছুদিন আগেই খিদিরপুরে উদ্ধার হয়েছিল এমনই যকের ধন। যেখানে পরে জানা গিয়েছিল, মোবাইল অ্যাপের মাধ্যমে ছড়িয়েছিল প্রতারণার জাল। এখানেই কলসেন্টারের আড়ালে কীভাবে প্রতারণার ছক চলত, সেই খোঁজ খবরই শুরু করেছে পুলিশ।