আবীর দত্ত, কলকাতা: সাইবার প্রতারণার ফাঁদে এবার উত্তম কুমারের আত্মীয়। প্রতারণার ফাঁদে পড়লেন তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। লালবাজারে সাইবার শাখায় অভিযোগ জানিয়েছেন সৌরভ।


সাইবার প্রতারণার ফাঁদে অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়


সাইবার প্রতারণার ফাঁদে প্রায়ই পড়েন সাধারণ মানুষ। এবার সেই ফাঁদে পড়লেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ও। বিদেশের নম্বর থেকে হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ তোলেন তিনি। ভুয়ো লোন নেওয়া হয়েছে বলে হুমকি দিতে থাকে প্রতারকরা। লোন শোধ করতে না চাইলে 'নোংরা ছবি' পরিচিতদের পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করে পরিচিতদের সাবধানও করেছেন অভিনেতা। 


 



 


ফেসবুকে (Facebook) একটি পোস্ট করে সৌরভ নিজের সমস্ত অভিযোগ জানিয়েছেন। ফোনে যোগাযোগ করা হলে এবিপি আনন্দকে তিনি বলেন, 'দিন দুই আগে থেকে আমার কাছে একটা হোয়াটস্যাপ কল আসছে। নম্বরগুলো কোনওটাই ভারতীয় নয়। আর এই নম্বরগুলো নাকি শুনেছি কম্পিউটারাইজড নম্বর। ওই নম্বরে নাকি আমি ফোন করলে পাব না, এবং হোয়াটস্যাপ কলই শুধু করা যায়। সেই ফোন আমি ধরিনি। তখন মেসেজ পাঠাতে থাকে যে আমার নাকি সাড়ে তিন হাজার টাকার একটা লোন নেওয়া আছে। যেটা শুনে আমার একটু হাসিই পেল। সেই টাকা না দিলে আপনাকে কী করা হবে সেটা বুঝতেই পারবেন।'


আরও পড়ুন: Birbhum News: 'অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না' মন্তব্য কাজল শেখের


তবে এখানেই শেষ নয়। অভিনেতার কথায়, 'আমার ভয়টা লাগল যখন দেখলাম আমার গোটা কনট্যাক্ট লিস্ট যেটা গুগলে সিঙ্ক করা আছে, সেটা ওরা আমাকে হোয়াটস্যাপে পাঠাল। সেটা কী করে সম্ভব হল আমি বুঝতেই পারছি না। তখন আমি একটু ভয় পাই। এটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।'                    


  



প্রসঙ্গত, ডিজিটাল অর্থনীতির যুগে বেড়েই চলেছে অনলাইনে জালিয়াতির সংখ্যা। যত দিন যাচ্ছে, মানুষ তত বেশি অনলাইন লেনদেন শুরু করেছে । ব্যবহারকারীদের এই প্রবণতাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। কখনও কার্ড ব্লক বা কখনও লটারি জেতার নামে নিরীহ মানুষের কষ্টের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। গ্রাহকদের এই প্রতারণা থেকে রক্ষা করতে সতর্কবার্তা জারি করেছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)।