কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ছুটির দিন বদলে গেল বিষাদে। হোলির (Holi 2023) ছুটির দিনে ক্যাম্পাসে জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আর্কিটেকচারের সদ্য প্রাক্তনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মহম্মদ আসিফ মন্ডল।


দোল খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু ছাত্রের


দোল খেলতে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন ছাত্রের। রং খেলতে ঝিলপাড়ে যায় কয়েকজন পড়ুয়া। সেখানেই জলে পড়ে যায় আসিফ। পুলিশের ডুবুরি এসে উদ্ধার করে আসিফকে। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 


পুলিশের ডুবুরিরাই প্রথম দেহ উদ্ধার করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড় যে এলাকা সেখানেই ঝিলের জলে ডুবে মৃত্যু হয়েছে। দোলের দিন ছুটি ছিল বিশ্ববিদ্যালয়। সেই দিন বিকেলের দিকে চারজন ছাত্র এসেছিলেন, একজন ছাত্রীও ছিলেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এখানেই তাঁরা দোল খেলছিলেন। তারপরই জলে ডুবে যান মহম্মদ আসিফ মন্ডল। 


মৃত বেহালার পর্ণশ্রীর বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তনী অর্থাৎ ২০২২ সালে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করেন। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা খবর দেয় পুলিশকে। পুলিশের ডুবুরিরা এসে দেহ উদ্ধার করে এসএসকেএমে পাঠান। সেখানের চিকিৎসকেরা জানান ঘটনাস্থলেই মহম্মদ আসিফ মণ্ডলের মৃত্যু হয়েছে। 


বিশ্ববিদ্যালয়ে ছুটির দিন হলেও বহু পড়ুয়া এসেই দোল খেলেছেন। তাছাড়াও গোটা ঝিলপাড়ই গেট দিয়ে ঘেরা। সেই গেটও তালা বন্ধ। তবে নিরাপত্তারক্ষীদের দাবি, ঝিলপাড়ের একাংশের গ্রিল ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে। সেই অংশ দিয়ে গিয়েই ঝিলের ধারে দোল খেলতে থাকেন পড়ুয়ারা, দাবি এমনটাই। এবং ওই ঝিলের গভীরতাও বেশ ভালই। এতেই দুর্ঘটনা ঘটেছে। তবে এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে।


আরও পড়ুন: Howrah News: রঙের উৎসবে রক্তাক্ত রাস্তা, দোলে পৃথক দুর্ঘটনায় বলি ৬


প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই, পাঁশকুড়া শহরে মাধ্যমিক (Mdhyamik 2023) পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, কিশোরীর বাবা ক্যান্সার আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন ধরে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তার জেরেই মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা কি না, খতিয়ে দেখছে পাঁশকুড়া থানার পুলিশ। 


গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক। ওই পরীক্ষার্থী জানিয়েছিল, তিনটে পরীক্ষায় বেশ ভাল হয়েছিল। কিন্তু কী কারণে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে খবর, কোনও সুইসাইড নোট মেলেনি। এদিকে ওই পরীক্ষার্থীর বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। গত কয়েকদিনে অবস্থার আরও অবনতি হয়েছে। সেই কারণে কোনও অবসাদে ছিল কি না তা নিয়েও শুরু হয়েছে তদন্ত।