রঞ্জিত সাউ, কলকাতা : নিউটাউনের বনমালীপুরে গোষ্ঠীকোন্দলে পুড়ল তৃণমূলের (TMC) বুথ সভাপতির গাড়ি। অভিযোগের তির রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রবীর মণ্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূল বুথ সভাপতি বাপি মণ্ডলের অভিযোগ, গতকাল রাতে তাঁর গাড়িতে আগুন লাগিয়ে দেয় দলেরই পঞ্চায়েত সদস্যের অনুগামীরা।


এর আগেও প্রবীর মণ্ডল তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের বুথ সভাপতি বাপি মণ্ডল। গতকালের ঘটনায় টেকনোসিটি থানায় (Techno City Police Station) মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে যান্ত্রিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটে থাকতে বলে দাবি করেছেন তৃণমূল সদস্য প্রবীর মণ্ডল। 


কিছুদিন আগেই মুরারিপুকুরের হরিশ নিয়োগী রোডের একটি বাড়ির একাংশ বেআইনিভাবে নির্মাণের অভিযোগ উঠেছিল। বাড়ির বেআইনি সেই অংশ ভেঙে দেয় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এই বাড়ির একাংশ ভাঙাকে কেন্দ্র করেই প্রকাশ্যে আসে শাসকদলের অন্দরের দ্বন্দ্ব। বাড়ির যে অংশ ভেঙে দেওয়া হল, সেই অংশের মালিক স্থানীয় তৃণমূল নেতা গোপাল রায়। তাঁর অভিযোগ, স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবাদ করায় বাড়ি ভেঙে দেওয়া হল। গোপালের কথায়, 'কাউন্সিলরের দুর্নীতির প্রতিবাদ করেছি। তাই আমার বাড়ি ভেঙে দেওয়া হল। এখানে প্রায় সব বাড়িরই অংশ বেআইনি আছে। কিন্তু, আমার বাড়িই ভেঙে দেওয়া হল।' কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই অমল চক্রবর্তী কী বলছেন? 'মিথ্যে অভিযোগ, কাউন্সিলরের কথায় নয়, পুরসভা নিজের মতো করে কাজ করে। পুরসভা থেকে থানার সঙ্গে যোগাযোগ করে বাড়ি ভাঙা হয়েছে। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বাড়ির একাংশের মালিকের সঙ্গে ওর ঝামেলা আছে। তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।'


                                                                                                               


আরও পড়ুন- মেট্রো-বিভ্রাটে সমস্যায় কয়েক হাজার যাত্রী, ট্রামে-বাসে-অটোয় বাদুড়ঝোলা ভিড়









 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial