দুবাই : বর্ষসেরা টি২০ ক্রিকেটার হওয়ার দৌড়ে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। আইসিসি-র (ICC) তরফে বৃহস্পতিবার বর্ষসেরা মহিলা টি২০ ক্রিকেটারদের (ICC Women's T20I Player of Year) নমিনেশন প্রকাশ করা হয়েছে। যে তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন ভারতীয় ওপেনিং ব্যাটার। স্মৃতি মান্ধানা ছাড়াও ইংল্যান্ডের ট্যামি বেমাউন্ট (Tammy Beamount), ন্যাট স্কিভার (Nat Sciver) ও আয়ারল্যান্ডের গ্যাবি লিউইস (Gaby Lewis) এই তিন ক্রিকেটার রয়েছেন টি২০-র ফর্মাটে আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটারের খেতাব পাওয়ার দৌড়ে।
কুড়ির ফর্ম্যাটে বছরটা মোটেই ভাল যায়নি ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ন'টি ম্যাচে খেলে মাত্র দুটিতেই এসেছে জয়। তবে তার মাঝেও স্মৃতির পারফরম্যান্স থেকেছে উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়াই হোক বা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান, কার্যত গোটা বছর উজ্জ্বল থেকেছে স্মৃতির ব্যাট।
এদিকে, ২০২১ -এ দুরন্ত ছন্দে ছিলেন আয়ারল্যান্ডের ব্যাটার গ্যাবি লিউইস। আর টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের মহিলা দলের দুরন্ত বছর কাটার অন্যতম বড় কারণ ট্যামি বেমাউন্ট ও ন্যাট স্কিভারের ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স।
আরও পড়ুন- বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে অশ্বিন, খেতাবের দৌড়ে আর কারা ?