কিভ: যুদ্ধ শুরুর পর একমাস কেটে গেলেও, হানাহানি এখনও অব্যাহত। তার মধ্যেই ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তিনি জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine War) তাঁদের তরফেই প্রায় ৩ হাজার সেনা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ হাজার সেনা। তাঁদের মধ্যে অধিকাংশেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের সকলকে আদৌ বাঁচানো সম্ভব হবে কিনা, তা অনিশ্চিত বলে জানিয়েছেন জেলেনস্কি।


ইউক্রেনের চেয়ে রাশিয়ার তরফে হতাহত অনেক বেশি!


তবে ইউক্রেনের চেয়ে রাশিয়ার তরফে হতাহতের সংখ্যা ঢের বেশি বলে দাবি করেছেন জেলেনস্কি। তাঁর দাবি, যুদ্ধে ভয়াবহ ক্ষতি হয়েছে রাশিয়ার। যুদ্ধক্ষেত্রে তাদের তরফে নিহত সৈনিকের সংখ্যা ১৯ থেকে ২০ হাজারের মধ্যে। জেলেনস্কির দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি মস্কো। তবে সম্প্রতি তারা যে পরিসংখ্যান প্রকাশ করে, তাতে যুদ্ধক্ষেত্রে ১৩৫১ রুশ সৈনিকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।


দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে।  তা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই যুদ্ধাপরাধের (War Crime) অভিযোগে সরব হয়েছে ইউক্রেন সরকার। কিভের বাইরে, বুচা শহরেই গণকবর থেকে ৩০০-র বেশি দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে তারা। আবার রাজধানী কিভেই ৯০০-র বেশই নাগরিকের দেহ উদ্ধার হয়েছে বলে শুক্রবার দাবি করেছে ইউক্রেন।


আরও  পড়ুন: Russia-Ukraine War : ক্রাচে ভর করে পালাতে পারেননি, ইরপিনেই আটকে পড়লেন, পড়ল রাশিয়ার মিসাইল, তারপর ...


ইউক্রেনে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অবিযোগে ইতিমধ্যই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের সদস্যপদ খোয়াতে হয়েছে রাশিয়াকে। যদিও রাশিয়ার দাবি, মিথ্যা অভিযোগে কোণঠাসা করা হচ্ছে তাদের। সব পক্ষের বয়ান না শুনে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া কাম্য নয় বলে মত মস্কোর।


রাশিয়া পিছু হটলেও, ইউক্রেন আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে বলে দাবি মস্কোর


অন্য দিকে, রাশিয়া কিভ ছেড়ে বেরিয়ে গিয়ে ইউক্রেনের পূর্ব অংশে মনসংযোগ করলেও, রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ইউক্রেন বোমা বর্ষণ করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। তাদের অভিযোগ, সীমান্ত সংলগ্ন ব্রিয়ানস্কে বোমা বর্ষণ করেছে ইউক্রেন। তাতে ১০০টি বাড়ি গুঁড়িয়ে গিয়েছে, সাত জন মারা গিয়েছেন বলে দাবি মস্কোর। সীমান্ত পেরিয়ে রুশ এলাকায় ইউক্রেনীয় হেলিকপ্টারও ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রাশিয়ার।