কলকাতা: আজ বালিগঞ্জ বিধানসভা (Ballygunge) ও আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা। ইতিমধ্যেই একাধিক দফার গণনা শেষ। ইতিমধ্যে বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে দুই নম্বরে রয়েছেন বাম প্রার্থী (Left Candidate) সায়রা শাহ হালিম (Saira Shah Halim)।
বালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের ফল
বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের ভোট গণনার শেষে দুই নম্বরে রয়েছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। তাঁর পক্ষে এখনও পর্যন্ত ৫,০৭৫ ভোট পড়েছে।
বালিগঞ্জ বিধানসভায় তৃণমূলের (TMC) বাজি বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বিজেপির (BJP) প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। কংগ্রেসের (Congress) প্রার্থী কামরুজ্জামান চৌধুরী। বালিগঞ্জে আপাতত ৬ হাজার ২৯৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে চার নম্বরে রয়েছে বিজেপি।
বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিম
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই প্রচারে নামেন বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। প্রচারে নেমে দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন মানুষ তাঁদের পক্ষেই ভোট দেবেন। এদিন তিনি বলেন, 'কে হেভিওয়েট, কে লাইটওয়েট জানি না, আমাদের আদর্শ হেভিওয়েট তাই মানুষের আমাদের পক্ষেই ভোট দেবেন।‘
আরও পড়ুন: Zakaria Street Chaos: জাকারিয়া স্ট্রিটে 'আক্রান্ত' তৃণমূল কাউন্সিলর, ৭ জনকে গ্রেফতার
CAA-NRC বিরোধী আন্দোলনে সামিল হন সায়রা। স্বামী ফুয়াদ হালিমের (Fuad Halim) হয়ে প্রচারে নামতেও দেখা গিয়েছে তাঁকে। রাজনৈতিক পরিবারের সদস্য সায়রা এই প্রথমবার সরাসরি ভোটের ময়দানে। তাঁর কথায়, 'লড়াই অবশ্যই চ্যালেঞ্জিং। কিন্তু আমি জেতার জন্য ভোটে লড়াই করছি। সমাজের খেটে খাওয়া মানুষের জন্য আমরা লড়াই করি। এটাই আমাদের আদর্শ। আগামীদিনে বেকারত্ব দূর করা, সবার উন্নতি, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি দিকে আমাদের নজর থাকবে। প্রচারেও তাই তুলে ধরছি। কোন রাজনৈতিক দল আমার উল্টোদিকে রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার নিজের উপর, দলের উপর এবং দলের কর্মীদের উপর বিশ্বাস রয়েছে।‘
লোকসভা, বিধানসভা হোক বা পুরসভা, সারা রাজ্যে বামেদের ভোটের হার তলানিতে এসে ঠেকেছে। কার্যত ভারডুবি হয়েছে বামেদের। তবে আজ এখনও পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড তাতে ভালই ফল পাচ্ছেন সায়রা।