সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, কলকাতা : শহরে ফের অঙ্গদানের নজির (Organ Transplant)। ব্রেন ডেথ হওয়া আত্মীয়ের অঙ্গদানে এগিয়ে আসলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (MLA Humayun Kabir)। এসএসকেএমেই (SSKM Hospital) প্রতিস্থাপন করার উদ্যোগ নেওয়া হল একাধিক অঙ্গ। কান্দির বাসিন্দা জাহানারা ফুসফুস যাচ্ছে হায়দ্রাবাদের কিমস হাসপাতালে।


মৃত্যুর পর অন্যকে জীবনদান। এক জীবন শেষে আরেক জীবনের নতুন শুরু। কলকাতায় (Kolkata) ফের মরণোত্তর অঙ্গদান। ফের এক অনন্য মানবিকতার নজির দেখল কলকাতা। বোনের মৃত্যুর পর অঙ্গদানের উদ্যোগ নিলেন খোদ বিধায়ক। 


গত ৪ ডিসেম্বর বাইক দুর্ঘটনায় আহত হন কান্দির বাসিন্দা জাহানারা বিবি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। ভর্তি ছিলেন সেখানকার ট্রমা কেয়ার সেন্টারে। বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর।


চিকিৎসকরা ব্রেন ডেথ ঘোষণা করার পর নিজে দাঁড়িয়ে থেকে অঙ্গদানের সম্মতি দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সই করেন সম্মতিপত্রে। মৃতার ফুসফুস যাচ্ছে হায়দ্রাবাদের KIMS হাসপাতালে। ২ টো কিডনি প্রতিস্থাপিত হবে এসএসকেএমে। লিভারও প্রতিস্থাপিত হবে এসএসকেএমেরই এক রোগীর শরীরে। এসএসকেএমেই প্রতিস্থাপিত হবে কর্নিয়া।
                                                                                                                                                                                                                                                                    


আরও পড়ুন- সুখবর শোনাল রেল, সরাসরি 'এক্সপ্রেসে' জুড়ছে শিয়ালদা-বালুরঘাট, ট্রেন ছুটবে রোজ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।