ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পাতিপুকুরকাণ্ডে (Patipukur) একজনকে গ্রেফতার করল পুলিশ। ট্রেনের ধাক্কায় মৃত্যুকে ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে পাতিপুকুর। স্থানীয় সূত্রে দাবি, জমায়েত হঠাতে তাড়া করে পুলিশ। অভিযোগ, সেই সময় পালাতে গিয়ে ট্রেনের (Train) ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও এই ঘটনায় পুলিশের (Police) প্রতিক্রিয়া মেলেনি।  


অতি সক্রিয়তার অভিযোগ: গতকাল পাতিপুকুর রেল ব্রিজের (Patipukur Rail Bridge) কাছে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, রেল লাইনের (Railway Track) ধারে বেশ কয়েকজন যুবক প্রতিদিন আসেন। গতকাল লেকটাউন থানার (Laketown Police Station) তরফে বিধাননগর পুলিশ কমিনারেটের (Bidhannagar Police Commissionerate) আধিকারিকরা তল্লাশি চালান। রেল লাইন ধরেই এক যুবক পালানোর চেষ্টা করেন। তাঁর পিছনে ধাওয়া করে পুলিশ। ট্রেনের ধাক্কায় সেই যুবকের মৃ্ত্যু হয়েছে।


ঘটনাপ্রবাহ: স্থানীয় এক যুবক জানান, “গতকাল লেকটাউন থেকে তল্লাশি চালাতে আসে । ৪ থেকে ৫ জন গ্রেফতার হয়েছে তাতে। আরেকজন যুবক রেল লাইন ধরে পালানোর চেষ্টা করে। সেই সময় ২ নম্বর লাইন থেকে ট্রেন আসছিল। ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয় যুবকের। তারপর এলাকার লোকজন বিক্ষোভ দেখায়। রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়।‘’ এদিন সকালে দমদম  জিআরপির-র (Dumdum GRP) আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে দেখেন। নতুন করে যাতে আর উত্তেজনা সৃষ্টি না হয়, তাই যেখানে গতকাল ঘটনা ঘটে সেখানে কর্তব্যরত অবস্থায় রয়েছেন পুলিশ আধিকারিকরা। তবে অতি সক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Police Commissionerate) তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ।


হেস্টিংসে দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রেলার চালকের। গতকাল রাত ১২টা নাগাদ হেস্টিংস মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, একটি লরি রাস্তায় দাঁড়িয়ে ছিল। সেই সময় প্রচণ্ড গতিতে এসে পাশ থেকে লরিটিকে ধাক্কা মারে ট্রেলারটি। দুর্ঘটনা মৃত্যু হয় ট্রেলার চালকের। ট্রেলারের খালাসি আহত হয়েছেন। 


আরও পড়ুন: Rampurhat: ভাদুর খুনের পর হাসপাতালেও গিয়েছিলেন অভিযুক্তরা? সিসিটিভি ফুটেজ নিল সিবিআই