ঝিলম করঞ্জাই, কলকাতা: ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police commissioner)  বিনীত গোয়েল (Vineet Goyal)। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্বর হয়েছিল কলকাতার নগরপালের। পরীক্ষা করাতে রিপোর্টে ডেঙ্গি উঠে আসে। তার পরই বুধবার সকালে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তে বেলভিউয়ে (Belle Vue) ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।


করোনা আক্রান্ত খোদ কলকাতার পুলিশ কমিশনার


বেশ কইছু দিন ধরেই শহর কলকাতায় ডেঙ্গি সংক্রমণ ঊর্ধ্বমুখী। তা নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট না কমলেও সতর্ক থাকতে হবে। রোগীর হাইড্রেশনের মাত্রার দিকে নজর রাখার কথাও বলেছে স্বাস্থ্য দফতর। আটদিন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের প্লেটলেটের দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, সামান্য বমি, মাথা ঘোরার উপসর্গ দেখলেই রক্তচাপ পরীক্ষা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ দমদম, কামারহাটি, শ্রীরামপুর, বিধাননগর, বালি, হাওড়া বেশি করে নজরদারি চলছে। নতুন করে ৫৩৭জন ডেঙ্গি আক্রান্ত, সরকারি হাসপাতালে ভর্তি ৪৮৫জন, জানিয়েছে স্বাস্থ্য দফতর। 


আরও পড়ুন: SSC Scam: জেলে বসেই ভার্চুয়াল শুনানি, কেঁদে ভাসালেন পার্থ-অর্পিতা


ক্রম বর্ধমান ডেঙ্গির প্রকোপের মধ্যেই রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি থ্রি (Dengue 3)। বিভিন্ন হাসপাতাল থেকে নাইসেডে ডেঙ্গি আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। চলতি মাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে ৩৫টিতেই ডেঙ্গি থ্রি। গতমাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে ২০টিতেই ডেঙ্গি থ্রি। আক্রান্তদের বেশিরভাগই ডেঙ্গি থ্রি ভাইরাসের কবলে।


রাজ্যে এ বার ডেঙ্গি থ্রি-র দাপট, বেড়েই চলেছে সংক্রমণ


এর আগে, ২০১৯-এ দাপট দেখিয়েছিল ডেঙ্গি টু। এবার ডেঙ্গির থ্রির দাপট। ডেঙ্গির টু-র অ্যান্টিবডি রুখতে পারবে না ডেঙ্গি থ্রি-কে, বলছেন বিশেষজ্ঞরা। প্লেটলেট বেশি না নেমেও ঘটছে মৃত্যু, অবস্থার অবনতি হচ্ছে রোগীর, এটাই ডেঙ্গি থ্রি-র চরিত্র, বলছেন বিশেষজ্ঞরা। 


এরই মধ্যে সোমবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করে কলকাতা পুরসভা। সেখানেও ‘ডেঙ্গি থ্রি’ ভ্যারিয়েন্টের উপস্থিতির আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল নাইসেডের রিপোর্টে।