কলকাতা : কীভাবে আহত অভয়ার মা ? তা নিয়ে এখনও ধোঁয়াশায় লালবাজার ! 'কোনও ফুটেজে এমন দেখা যাচ্ছে না যেখানে পুলিশ ওঁকে মাটিতে ফেলে মারছে।' অভয়ার মা-র উপরে লাঠিচার্জের অভিযোগে এমনই দাবি করল কলকাতা পুলিশ। মারধরের কোনও ফুটেজ থাকলে পুলিশের সঙ্গে শেয়ার করার আবেদন জানানো হয়েছে। আজ এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে জয়েন্ট সিপি (হেড কোয়ার্টার) মীরাজ খালিদ বলেন, "ওঁর আহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। আমরা কোনও দিন চাইনি এটা হোক। খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু, পুলিশ মাটিতে ফেলে মেরেছে...এই সংক্রান্ত অভিযোগ আমরা খতিয়ে দেখেছি। অনেকটাই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। কোথাও এমন দেখা যাচ্ছে না যেখানে পুলিশ ওঁকে মাটিতে ফেলে মারছে। এখনও পর্যন্ত সেরকম কিছু পাইনি। ওখানে অনেক মিডিয়া ছিল। যদি কারো কাছে এরকম ছবি বা ভিডিও থাকে, যেখানে দেখা যাবে যে ওঁকে মাটিতে ফেলে পুলিশ মারছে, তাহলে আমাদের সঙ্গে আপনারা তা শেয়ার করতে পারেন।"
এদিকে মেয়ের ধর্ষণ-খুনের প্রতিবাদে নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিতে আহত হন স্ত্রী, শেক্সপিয়র সরণি থানায় ই-মেল করে অভিযোগ দায়ের করেছেন RG কর মেডিক্যালের নিহত চিকিৎসকের বাবা। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে পুলিশ। মিছিল কিড স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোডের ক্রসিংয়ে পৌঁছলে স্ত্রীর হাত ধরে টানা-হেঁচড়া শুরু করে কয়েকজন পুলিশ। ডানহাতের শাঁখা ভেঙে যায়। পুলিশ স্ত্রীর মাথায় ও পিঠে লাঠি দিয়ে মারে। এই হামলা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। স্ত্রীকে গুরুতর আঘাত করার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারত। অবিলম্বে FIR দায়ের এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে শেক্সপিয়র থানায় ই-মেল করেছেন অভয়ার বাবা।
শনিবার আর জি কর-কাণ্ডের বর্ষপূর্তিতে, অভয়ার মা-বাবার ডাকে নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পার্ক স্ট্রিট, সাঁতরাগাছি-সহ বিভিন্ন এলাকা। অ্যাকশনে নামতে দেখা যায় পুলিশকেও। ওইদিন নিহত চিকিৎসকের মা অভিযোগ করেন, তাঁর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। কপালে মারা হয়েছে। রাস্তায় ফেলে মেরেছে পুলিশ। যদিও, মারধরের অভিযোগ অস্বীকার করে পুলিশ। চিকিৎসার জন্য অভয়ার মা-বাবাকে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে হয়। Nabanna Abhijan in Protest of R G Kar Incident