ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : আচমকাই লালবাজারে বিকল হল সিসি ক্যামেরা। দীর্ঘক্ষণ ধরে কন্ট্রোল রুম-সহ কয়েকশ সিসি ক্যামেরা বিকল হয়ে যায়। এরকম আগে কখনওই ঘটেনি। এভাবে একসঙ্গে সব ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পিছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা, তার অনুসন্ধান চলছে। কীভাবে বিকল হল সিসি ক্যামেরা, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বিকল হওয়ার পিছনে কি সাইবার হানা? তদন্তে গোয়েন্দারা।
Lal Bazar CCTV: আচমকাই লালবাজারে বিকল সব সিসি ক্যামেরা, সাইবার হানা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Aug 2021 03:55 PM (IST)
কীভাবে বিকল হল সিসি ক্যামেরা, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বিকল হওয়ার পিছনে কি সাইবার হানা?
Lal Bazar CCTV: আচমকাই লালবাজারে বিকল সব সিসি ক্যামেরা, সাইবার হানা?