কলকাতা: আগামীকাল, সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025)। আর একইদিনে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘট ডেকেছে SFI। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তা সুনিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ও পরীক্ষা দিতে পারেন, তা দেখা হবে বলে জানিয়েছে তারা।
WBCUPA-SFI সংঘাতে গতকাল উত্তাল হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে দেখানো হয় বিক্ষোভ। অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হন এক পড়ুয়া। আর এরপরই SFI-এর তরফে ঘোষণা করা হয়, সোমবার সব বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডাকা হল। এদিন কলকাতা পুলিশের তরফে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে তারা উল্লেখ করেছে, "আগামীকাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, লক্ষ লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কাল সকাল থেকেই পরীক্ষার্থীরা রওনা দেবেন নিজের নিজের পরীক্ষাকেন্দ্রে, বিভিন্ন স্কুল এবং কলেজে। দুৰ্ভাগ্যের, কালই একটি রাজনৈতিক সংগঠনের তরফে রাজ্যজুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের শুধু এটুকুই বলার - পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে, এমন কোনও কর্মসূচি ছাত্রছাত্রীদের স্বার্থে হতে পারে না। নির্বিঘ্নে এবং নিরাপদে যাতে কাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, সেটাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।''