পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পরিবেশ রক্ষায় ইলেকট্রিকচালিত (Electric car) ১৭টি পরিবেশবান্ধব গাড়ির (Eco friendly car) উদ্বোধন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশের কাজে বিভিন্ন পার্কে রাখা হবে গাড়িগুলি, এমনটাই জানিয়েছেন কমিশনার (Kolkata Police commissioner) বিনীত গোয়েল (Vineet Goyal)। পরিবেশ দিবস উপলক্ষ্যে চেতলা পার্কে পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
পরিবেশবান্ধব গাড়ির সূচনা
'দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর...'
আধুনিক সভ্যতা গিলে খেয়েছে সবুজকে। বাড়ছে বিশ্বের তাপমাত্রা (Global Warming)। বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়! এই পরিস্থিতিতে, পরিবেশ রক্ষায় এবার ইলেকট্রিকচালিত গাড়ি ব্যবহারের উদ্যোগ নিল কলকাতা পুলিশ। রবিবার, বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা পুলিশের অ্যাথলেটিক ক্লাবে ১৭টি পরিবেশবান্ধব গাড়ির উদ্বোধন করা হল। ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র। এদিন, বেশকিছু গাছও লাগান তাঁরা।
কলকাতা পুলিশের কাজে বিভিন্ন পার্কে রাখা হবে গাড়িগুলি, এমনটাই জানিয়েছেন কমিশনার বিনীত গোয়েল। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কথায়, 'পার্ক এলাকায় থাকবে। ১৭টা গাড়ি এসেছে। আরও ২২৬টা আসবে।'
অভিনেতা ও সাংসদ দেব বলছেন, 'ঝড়, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সতর্কতা। পেট্রোল ডিজেলের পরিবর্তে এটা ভাল উদ্যোগ।' এদিন ময়দানে প্লাস্টিকের বোতল ক্রাসারের উদ্বোধন করা হয় কলকাতা পুলিশের তরফে। এদিকে, পরিবেশ দিবস উপলক্ষ্যে চেতলা পার্কে পুরসভার একটি অনুষ্ঠানে যান ফিরহাদ হাকিম মালা রায়, দেবাশিস কুমার-সহ অন্যান্যরা। আগামী প্রজন্মের হাতে গাছের চারা তুলে দেন তাঁরা।
সবমিলিয়ে, কলকাতা পুলিশ থেকে পুরসভা বিশ্ব পরিবেশ দিবসে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার নিলেন সকলে।