সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা শহরের বুকে হাড়হিম কাণ্ড। নিরাপত্তার ঘেরাটোপে থাকা ওই এলাকায় কীভাবে এমন হত্যাকাণ্ড ঘটল? তা নিয়েই একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। প্রশ্নের উত্তর খুঁজতে এবার নিহত ব্যবসায়ী দম্পতির মোবাইলের কললিস্টে নজর দিতে চাইছে পুলিশ। পরিবারের দাবি, ব্যবসায়ী দম্পতির দুটি মোবাইল ফোনই গায়েব। যদিও একটি ফোন রাত পর্যন্ত চালু ছিল বলে দাবি করেছে পরিবার। কিন্তু, কেন মোবাইলের কললিস্টে নজর?
মোবাইল কললিস্টে নজর:
খুনের ঠিক আগে দম্পতির সঙ্গে ফোনে কারও কথা হয়েছিল? কোনও ফোন এসেছিল? নাকি ওই দম্পতি কাউকে ফোন করেছিলেন? এমনই নানা প্রশ্নের উত্তর পেতেই মোবাইলের কললিস্টে নজর রাখছে পুলিশ। কিন্তু কোথায় গেল মোবাইল ফোন? পুলিশ সূত্রের দাবি, টাওয়ার লোকেশন ট্যাক করা হয়েছে। আপাতত মনে করা হচ্ছে একই জায়গায় দুটি মোবাইল ফোন রয়েছে। আততায়ীরা খুন করে মোবাইল ফোন কোথাও ফেলে দিতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। টাকাপয়সা, সোনার গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ। ফলে লুঠের উদ্দেশ্যে খুন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
নজর সিসিটিভি ক্যামেরায়:
যে এলাকায় হত্যাকাণ্ডটি ঘটেছে। সেই এলাকা সিসিটিভি ক্যামেরা মোড়া। ফলে রহস্যভেদে সিসিটিভি ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানেও সমস্যা। বাড়ির সামনে ৩টি ক্যামেরা বিকল হয়েছিল। একটু দূরে অন্য ক্যামেরার হদিশ মিলেছে। সেখান থেকে পাওয়া যেতে পারে রাস্তা ও পিছনের গলির ছবি। তার উপর নজর রেখে সূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ।
বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রীও। মৃতের এক আত্মীয় জানান, রাতে দম্পতির ছোট মেয়ের সঙ্গে টেলিফোনে কথা মুখ্যমন্ত্রীর। দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন উনি।