কলকাতা: জোড়াবাগান ট্রাফিক গার্ডের কনস্টেবলের দুর্ঘটনায় মৃত্যুর পর নড়েচড়ে বসল লালবাজার। পুলিশকর্মীদের বাঁচাতে নয়া নির্দেশিকা কলকাতার পুলিশ কমিশনারের। শুক্রবার বিনীত গোয়েল শহরের ২৫ টি ট্রাফিক গার্ডকে নির্দেশিকা জারি করে জানান, এবার থেকে সব ট্রাফিক গার্ডের কনস্টেবলকে নিয়ন রঙের রিফ্লেকশন জ্যাকেট পরতে হবে এবং কর্তব্যরত সার্জেন্টদের পড়তে হবে সোল্ডার লাইট। যাতে দূর থেকে কোনও গাড়ি সহজেই দেখতে পারে।
Kolkata Municipality: নিয়ন রঙের রিফ্লেকশন জ্যাকেট, সোল্ডার লাইট; পুলিশকর্মীদের বাঁচাতে নয়া নির্দেশিকা কলকাতার পুলিশ কমিশনারের
abp ananda | 16 Jan 2022 10:22 AM (IST)
শুক্রবার বিনীত গোয়েল শহরের ২৫ টি ট্রাফিক গার্ডকে নির্দেশিকা জারি করে জানান, এবার থেকে সব ট্রাফিক গার্ডের কনস্টেবলকে নিয়ন রঙের রিফ্লেকশন জ্যাকেট পরতে হবে
কী কী বলা হয়েছে নির্দেশিকায়