কলকাতা : পশ্চিমবঙ্গে নারীসুরক্ষা নিয়ে রাজনৈতিক তরজার অন্ত নেই। এরই মাঝে ফের একবার দিনে দুপুরে প্রকাশ্য রাজপথে এক মহিলাকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করলেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। 

ঘটনাটি ঘটেছে কলকাতার গিরীশ পার্ক সংলগ্ন এলাকায়। কলকাতা পুলিশের তরফে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বিবেকানন্দ রোড ও চিত্তরঞ্জন এভিনিউ সংলগ্ন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। একটি ছেলে বহুক্ষণ ধরেই তাঁর পিছু নেয়। কিছুদূর এগনোর পর তিনি অনুভব করেন, কেউ তাঁকে ফলো করছে। তিনিও গতি বাড়ান। পিছু নেওয়া ব্যক্তির কোনও খারাপ উদ্দেশ্য আছে বুঝলেও, সে যে বিপজ্জনক কিছু করবে তা আন্দাজ করতে পারেননি মহিলা। দিনে দুপুরে কলকাতার রাস্তায় শ্লীলতাহানি করতে পারে কেউ, তা বোঝেননি তিনি। কিন্তু খুবই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হল তাঁকে। 
পিছু নেওয়া ব্যক্তির নাগালের বাইরে যেতে তড়িঘড়ি অটো ধরেন তরুণী। তখনই ছেলেটি ছুটে এসে তাঁর সঙ্গে অশালীন আচরণের চেষ্টা করে। তখন তিনি সাহায্যের জন্য চিত্কার করে ওঠেন। কাছাকাছিই ছিলেন জোড়াবাগান ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌশিক চক্রবর্তী। তিনি ছুটে গিয়ে ছেলেটিকে পাকড়াও করেন। পরে ছেলেটিকে গিরিশ পার্ক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পরে কলকাতা পুলিশের তরফে একটি ফেসবুক পোস্ট করে জানানো হয়, 
' ' #পাশেআছিসাধ্যমতো
একটি ছেলে পিছু নিয়েছে অনুভব করতে পারলেও, সে যে শ্লীলতাহানির চেষ্টা করবে এমনটি আন্দাজ করতে পারেননি পথচলতি এক মহিলা। এমনই ঘটনা ঘটলো বিবেকানন্দ রোড ও চিত্তরঞ্জন এভিনিউ ক্রসিংয়ে। আজ বেলা সাড়ে বারোটা নাগাদ ছেলেটি পিছু নিয়েছে বুঝতে পেরে যখন ওই মহিলা অটোতে উঠতে যান তখন ছেলেটি দ্রুত এসে মহিলার সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করে। মহিলা চিৎকার করে প্রতিবাদ করেন, সেই চিৎকার শুনে কাছেই কতর্ব্যরত জোড়াবাগান ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌশিক চক্রবর্তী ছুটে যান এবং পালানোর আগেই ছেলেটিকে ধরে ফেলেন। পরে ছেলেটিকে গিরিশ পার্ক থানার পুলিশের হাতে তুলে দেন। '' 



WOMEN HELPLINE NUMBERS
Women Helpline ( All India ) - Women In Distress 1091
Women Helpline Domestic Abuse 181
Police 100
National Commison For Women (NCW) ( Domestic voilence 24x7 helpline for Sexual Voilence and harrashment ) 7827170170