পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও জয়ন্ত রায়, কলকাতা : বিধানসভা ভোটের (Assembly Election) সময় চেন্নাইয়ের এক প্রবাসী বাঙালি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা হয়েছিল নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique)। এমনই চাঞ্চল্যকর দাবি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ওই ব্যবসায়ীর কাছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেন্নাইয়ে গেল গোয়েন্দারা। এদিকে, ভাঙড়ের হাতিশালায় আইএসএফের (ISF) সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল (TMC) নেতাকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। 


নজরে নৌশাদের আর্থিক লেনদেন


নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে তদন্তে এবার নতুন মোড় । পুলিশ সূত্রে দাবি, চেন্নাইয়ের ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল আইএসএফ বিধায়কের । সেই লেনদেন সংক্রান্ত তথ্য জানতে এবার চেন্নাইয়ে গেলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ২১ জানুয়ারি ধর্মতলায় খণ্ডযুদ্ধের পর গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। বর্তমানে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় জেল হেফাজতে রয়েছেন নৌশাদ।


পুলিশ সূত্রে দাবি, নৌশাদের মোবাইল ফোন থেকে এক প্রভাবশালী রাজনীতিকের সঙ্গে যোগাযোগের তথ্য মিলেছে। বিধানসভা ভোটের সময় আর্থিক লেনদেনেরও তথ্য মিলেছে মোবাইল ফোনে। গোয়েন্দা সূত্রে দাবি, মেদিনীপুরের বাসিন্দা চেন্নাইয়ের ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা হয় আইএসএফ বিধায়কের।


তদন্তের জন্য চেন্নাইয়ে কলকাতা পুলিশ


ব্যবসায়ীর সঙ্গে চ্যাটে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। ২০২১-এর বিধানসভা ভোটের সময় ওই চ্যাট হয়েছিল। এই প্রেক্ষাপটে আর্থিক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেন্নাইয়ে গেল কলকাতা পুলিশের স্পেশাল টিম। পুলিশ সূত্রে খবর, ভোটের সময় কী কারণে আর্থিক লেনদেন? ওই ব্যবসায়ীর কাছে জানতে চান গোয়েন্দারা।


আরও গ্রেফতার


এদিকে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ২১ জানুয়ারির সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত জহিরুল মোল্লা তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি। যে গ্রেফতারি প্রসঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেছেন, 'প্রশাসন চালাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রং দেখেন না, এই ঘটনা তার প্রমাণ।'  এর আগে, শনিবার, তৃণমূলের বুথ সভাপতি-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ২১ তারিখের সংঘর্ষের ঘটনায়, এখনও পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্য়া ৫৬। পুলিশের দাবি, এদের মধ্য়ে ৪২ জন ISF-এর কর্মী। ১৪ জন তৃণমূল কর্মী।


আরও পড়ুন- ৬ দিনের পুলিশি হেফাজতে নৌশাদ,চক্রান্তের অভিযোগ বিধায়কের