কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলের আবাসিকদের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র। পরিষদের বিরুদ্ধে। আবাসিকদের অভিযোগ, গতকাল রাত ১২টার পর গন্ডগোল শুরু হয়। কর্তৃপক্ষকে বিষয়টি জানালে বহিরাগতদের বের করে দেওয়া হলে, হস্টেলের গেটে তাণ্ডব চলে। হস্টেল লক্ষ্য করে ইট, পাথর, বড় বড় গাছের ডাল ছোড়ার পাশাপাশি আবাসিকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্কিত হিন্দু হস্টেলের আবাসিকরা। প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ে মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। উল্টে তাঁদের ওপরেই হামলা চালানো হয় বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ।
মাঝেমধ্যেই বিভিন্ন ইস্যুতে শিরোনামে উঠে এসেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এর আগে ক্যাম্পাসে সরস্বতী পুজোর (Saraswati Puja 2023) অনুমতি দেয়নি প্রেসিডেন্সি কর্তৃপক্ষ (Presidency University)। পুজোতেও অনড় ছিল রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের গেটেই পুজোর আয়োজন শুরু করেছিল টিএমসিপি। 'প্রেসিডেন্সি ক্যাম্পাসে ধর্মাচরণ হয় না।' প্রতিক্রিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গেটের মুখেই বসল মণ্ডপ, এলেন প্রতিমা।
প্রেসিডেন্সির ইতিহাসে ক্যাম্পাসে পুজোর রীতি নেই। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রেসিডেন্সির দীর্ঘদিনের রেওয়াজ আজও প্রবহমান। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবার কর্তৃপক্ষের কাছে সরস্বতী করার জন্য আবেদন করা হয়। কর্তৃপক্ষ জানায় ক্যাম্পাসে ধর্মাচরণ হয় না। টিপিএমসিপি- র বক্তব্য, ‘ধর্মনিরেপক্ষে রাষ্ট্রে এ কেমন কথা।’ দীর্ঘ টালবাহানা পর অবশেষে প্রেসিডেন্সির মূল গেটের বাইরেই পুজোর আয়োজন রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের।
আগামীকাল ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনই এই বছরের সরস্বতী পুজো। দিনকয়েক আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University) কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগে সরব হয় শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। শেষপর্যন্ত অনুমতি না মিললে, বিশ্ববিদ্যালয়ের গেটেই সরস্বতী পুজো করার কথা জানিয়ে দেয় তারা।
গত ১৯ জানুয়ারি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে চিঠি দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অনুমতি চান পড়ুয়াদের একাংশ। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে, পড়ুয়াদের সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে কোনও ধর্মাচারণ হয় না। কিন্তু, প্রেসিডেন্সি কর্তৃপক্ষের এই যুক্তি মানতে রাজি নয় তৃণমূল ছাত্র পরিষদ। এর আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর প্রান্তিক চক্রবর্তী বলেছিলেন, “আমাদের বলেছে করা যাবে না। আমরা অনুমতি না পেলে কলেজের গেটে করব।'' শেষমেশ সেই সিদ্ধান্তেই অনড় ছিলেন তাঁরা।