কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ক্যাম্পাসে সরস্বতী পুজোর (Saraswati Puja 2023) অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ (Presidency University)। পুজোতেও অনড় রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের গেটেই পুজোর আয়োজন শুরু টিএমসিপির। 'প্রেসিডেন্সি ক্যাম্পাসে ধর্মাচরণ হয় না।' প্রতিক্রিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গেটের মুখেই বসল মণ্ডপ, এলেন প্রতিমা।                                       


সরস্বতী পুজোর আয়োজন: প্রেসিডেন্সির ইতিহাসে ক্যাম্পাসে পুজোর রীতি নেই। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রেসিডেন্সির দীর্ঘদিনের রেওয়াজ আজও প্রবহমান। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবার কর্তৃপক্ষের কাছে সরস্বতী করার জন্য আবেদন করা হয়। কর্তৃপক্ষ জানায় ক্যাম্পাসে ধর্মাচরণ হয় না। টিপিএমসিপি- র বক্তব্য, ‘ধর্মনিরেপক্ষে রাষ্ট্রে এ কেমন কথা।’ দীর্ঘ টালবাহানা পর অবশেষে প্রেসিডেন্সির মূল গেটের বাইরেই পুজোর আয়োজন রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের।


আগামীকাল ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনই এই বছরের সরস্বতী পুজো। দিনকয়েক আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University) কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগে সরব হয় শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। শেষপর্যন্ত অনুমতি না মিললে, বিশ্ববিদ্যালয়ের গেটেই সরস্বতী পুজো করার কথা জানিয়ে দেয় তারা।                                                                                                 


গত ১৯ জানুয়ারি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে চিঠি দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অনুমতি চান পড়ুয়াদের একাংশ। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে, পড়ুয়াদের সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে কোনও ধর্মাচারণ হয় না। কিন্তু, প্রেসিডেন্সি কর্তৃপক্ষের এই যুক্তি মানতে রাজি নয় তৃণমূল ছাত্র পরিষদ। এর আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর প্রান্তিক চক্রবর্তী, “আমাদের বলেছে করা যাবে না। আমরা অনুমতি না পেলে কলেজের গেটে করব। শেষমেশ সেই সিদ্ধান্তেই অনড় রইলেন তাঁরা। 


আরও পড়ুন: Manik Bhattacharya: জেলবন্দি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা আদালতের